Wednesday, August 27, 2025

বাইরে থেকে লোক এনে কোভিড ছড়িয়ে পালিয়ে গিয়েছে, বিজেপিকে দুষলেন মমতা

Date:

বাংলায় এক মাস ধরে নির্বাচন পর্বে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস (coronavirus)। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আটদফার ভোট হওয়ায় রাজনৈতিক কর্মসূচি বন্ধ করারও উপায় নেই। এই পরিস্থিতিতে কমিশনের বহু দফায় ভোট করার সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলার পাশাপাশি এবার বাংলায় কোভিড ছড়ানোর জন্য ‘বহিরাগত’ বিজেপি (bjp) নেতাদের দায়ী করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বুধবার নির্বাচনী প্রচারে জনগণকে মাস্ক পরা ও সতর্ক থাকার পাশাপাশি পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। ঘটনাচক্রে, বাংলায় একাধিকবার ভোট প্রচারে আসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোভিড আক্রান্ত হওয়ার খবরও মিলেছে এদিন।

আরও পড়ুন-রোড শো-এ জনজোয়ার: টিকা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

বিজেপিকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আবার কোভিড ছড়িয়ে দিয়েছে ওরা। সব ভালো করে দিয়েছিলাম আমরা। সময়মতো যদি টিকা দিয়ে দিত তাহলে আর কোভিড হত না। ভোটের প্রচারের নামে এবার বাইরে থেকে বিস্তর লোক এনেছে। আর আমাদের এখানে রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন বলছ ভোট দাও! আগের বার কোভিড যখন হয়েছিল তখন কিন্তু এরা কেউ আসেনি। এখন ভোট, তাই এসেছে প্রচারের জন্য।

করোনা টিকার অপ্রতুলতা প্রসঙ্গে মমতা বলেন, কোভিডের পর্যাপ্ত ইনজেকশন কেন্দ্র দিচ্ছে না। আমি কিছু জোগাড় করেছি, কাল থেকে দেব। করোনার সময় মোদি- অমিত শাহ কিছু করল না। তখন ওদের দেখা পাওয়া যায়নি। এখন বাইরে থেকে লোক এনে কোভিড বাড়াচ্ছে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version