Friday, December 19, 2025

বাংলার মনীষীদের জড়িয়ে কুৎসিত রাজনৈতিক বিজ্ঞাপন, আইনি নোটিশ আমূলকে

Date:

Share post:

ভাজপার রাজনৈতিক স্লোগানকে আমূলের বিজ্ঞাপনের ট্যাগলাইন হিসাবে ব্যবহারের পাশাপাশি তাতে ব্যবহার করা হলো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের মতো বাংলার প্রথিতযশা মনীষীদের। যা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে ভোটের আবহেও। আমূল সংস্থার এই কীর্তিতে রীতিমতো চটে লাল বাংলার মানুষ । নিশ্চয়ই ভাবছেন কী করেছে আমূল? পয়লা বৈশাখ উপলক্ষে এস এস আইডিয়া সংস্থাকে দিয়ে একটি ডিজিটাল বিজ্ঞাপন বাজারে ছেড়েছে আমূল সংস্থা। মুহূর্তে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মতো মনীষীদের দিয়ে সুকৌশলে বলানো হয়েছে যে আমূল পরিবর্তন চায় বাংলা। সংবাদপত্রের প্রাক্তন প্রকাশক ও আইনজীবী জ্যোতিপ্রকাশ খান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমূলকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেভাবে কুরুচিকর এই বিজ্ঞাপনে বাংলার মনীষীদের ব্যবহার করা হয়েছে তা নিয়ে রীতিমতো সোচ্চার বাংলা সুশীল সমাজ। বরং তাদের দাবি , ওরা গুজরাটে গিয়ে সর্দার প্যাটেল অথবা মহারাষ্ট্রে শিবাজীকে নিয়ে এই ধরনের বিজ্ঞাপন তৈরী করে দেখাক। তাহলে বুঝবো ওদের বুকের পাটা আছে।

বিজ্ঞাপন নির্মাতাদের পক্ষ থেকে সৌভিক মিশ্র জানিয়েছেন, বিজ্ঞাপনটি মোটেই ভুয়ো নয়। তারাই এই বিজ্ঞাপনটি তৈরি করেছেন ।
সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমৌলের মতো একটি সংস্থা শেষ পর্যন্ত ভাজপার কাছে নতি স্বীকার করল। ইনসিডেন্ট টপিক নিয়ে গত পঞ্চাশ বছর ধরেই বিজ্ঞাপন তৈরি করছে আমূল। এবং তা অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সেই বিজ্ঞাপনগুলি সবই সম্পূর্ণ অরাজনৈতিক এবং হিউমার নির্ভর। কিন্তু যে বিজ্ঞাপনটি নিয়ে এত সমালোচনা তা কেন তৈরি করল আমূল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই গুজরাতি সংস্থাটি শেষ পর্যন্ত ভাজপার কাছে নতি স্বীকার করায় এবং তার বিজ্ঞাপনে বাংলার মনীষীদের ব্যবহার করে বাঙালিকে যে অপমান করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন আট থেকে আশি সবাই।

রাজনৈতিক দলগুলির মতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ভাজপা। বিদ্যাসাগর, বিভূতিভূষণের মূর্তি ভাঙতেও পিছপা হয়নি তারা। রবীন্দ্রনাথের বুলি আউড়ে, কিছু বাংলা কথা বলে তারা বাঙালি সাজার চেষ্টা করছে। আর পরিবর্তনে শ্লোগান দিচ্ছে। শেষ পর্যন্ত আমূল তাদের সেই শ্লোগানকে সঙ্গী করল তাদের বিজ্ঞাপনে, যা শুধুমাত্র নিন্দনীয় নয় অপমানকর। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও, বাঙালিরা কিন্তু মোটেই পিছু হাটতে রাজি নয়। তারা এর শেষ দেখে ছাড়তে চায়।

Advt

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...