Monday, May 12, 2025

CID- তদন্তের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার পৃথক তদন্তে নামার ঘোষণা CISF-এর৷

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন (WB Election) শোরগোল ফেলা শীতলকুচি-কাণ্ডে (Sitalkuchi) এবার পৃথক তদন্তে (Enquiry) নামছে CISF৷

চারটি মৃত্যুর ঘটনায় সর্বস্তরের নিশানায় এই কেন্দ্রীয় বাহিনী৷ তাদের গুলিতেই প্রাণ গিয়েছে এই ৪ জনের৷ CISF-এর উপর চাপ বাড়ছে৷ নির্বাচন কমিশনও শীতলকুচির ঘটনায় আলাদা নির্দেশিকা পাঠিয়েছে এই কেন্দ্রীয় বাহিনীকে। এই সব কারনেই পৃথক তদন্ত করবে CISF৷ ওদিকে ঘটনার দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই ঘটনার তদন্ত করবে রাজ্য সরকারের CID-র আধিকারিকরা৷

গত ১০ এপ্রিল ভোটগ্রহণ চলাকালীন শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে গুলি চালায় এই কেন্দ্রীয় বাহিনী৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন CISF জওয়ানরা৷ কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো যে তাঁদের গুলি চালাতে হলো এবং প্রকৃত ঘটনাই বা কী, তা জানতেই CISF এবার তদন্ত করবে৷

সূত্রের খবর, শীতলকুচি- কাণ্ডের তদন্তের জন্য দিল্লি থেকে রাজ্যে আসছেন CISF–এর একদল উচ্চপদস্থ দক্ষ আধিকারিক৷ প্রয়োজনে উপযুক্ত নিরাপত্তা এবং কমিশনের অনুমতি নিয়ে শীতলকুচির ঘটনাস্থলেও যাবে এই তদন্তকারী দল৷ ওই দিন বাহিনীর যে জওয়ানরা ঘটনাস্থলে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদও করবেন CISF- কর্তারা৷
প্রসঙ্গত, শীতলকুচির ঘটনার পরই CISF নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা দেয়৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন কর্তব্যরত জওয়ানরা৷ জওয়ানদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে রিপোর্টে বলা হয়৷ তবে এ সংক্রান্ত কোনও ভিডিও ফুটেজ CISF জমা দিতে পারেনি৷

Related articles

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...
Exit mobile version