হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় কংগ্রেস প্রার্থী রেজাউল হককে গতকাল, বুধবার জঙ্গিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল।বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। আজ, বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মৃত্যু হয় রেজাউল হকের।প্রার্থীর মৃত্যুতে কপালে ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের।
কমিশন সূত্রের খবর, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ছাড়াও আরও ৬ প্রার্থী করোনায় আক্রান্ত। তাই কপালে ভাঁজ পড়েছে কমিশনের। উদ্বেগ বাড়িয়েছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই মহামান্য আদালতের নির্দেশ পেয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সামশেরগঞ্জের প্রার্থীর মৃত্যুতে কেন্দ্রের ভোট খানিকটা পিছিয়ে দিয়েছে কমিশন। তবে এই কেন্দ্রের ভট ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন।