Thursday, August 21, 2025

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য পাইয়ে দেওয়ার নামে বিধবাকে গণধর্ষণ উত্তরপ্রদেশে

Date:

প্রায় প্রতিদিন ধর্ষণের মতো নৃশংস অপরাধের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছে উত্তর প্রদেশের নাম। সেই ধারা অব্যাহত রেখে এদিন ফের একবার লজ্জায় মুখ ঢাকতে হলো যোগী রাজ্য উত্তর প্রদেশকে(Uttar Pradesh)। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের(Prime Minister relief fund) থেকে অর্থ সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবা মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সম্বল জেলার আসমোলি থানার অন্তর্গত নাখাসা গ্রামে।

অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অর্থসাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় ব্লক অফিসের কেরানি ও তার বন্ধু ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে। পাশাপাশি নথিপত্র তৈরীর জন্য নির্যাতিতার কাছ থেকে ২০০০ টাকাও নেওয়া হয়। বর্তমানে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

নির্যাতিতার তরফে জানানো হয়েছে, এক বছর আগে বিধবা ভাতা নেওয়ার জন্য তিনি ব্লক অফিসে গিয়েছিলেন তখন ঐ যুবকের সঙ্গে তার আলাপ হয়। নিজেকে কেরানি পরিচয় দিয়ে অভিযুক্ত জানায় ৫০০০ টাকা দিলে এসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মহিলাকে ৫ লক্ষ টাকা পাইয়ে দেবে। শেষ পর্যন্ত ২০০০ টাকা দিতে রাজি হন ওই মহিলা। এরপর এক আধিকারিকের সঙ্গে দেখা করানোর অছিলায় অভিযুক্ত তাঁকে পার্শ্ববর্তী মাদালা গ্রামের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই বন্দুক দেখিয়ে ওই যুবক ও তার এক বন্ধু তাঁকে গণধর্ষণ করে ও ঘটনার ভিডিও তুলে রাখে।

আরও পড়ুন:ভোট মিটতেই অসমে ডি-নোটিস! পদ্ম শিবিরকে তোপ মমতার

শুধু তাই নয় মহিলার আরও অভিযোগ, ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে একাধিক বার ধর্ষণ করে। বিষয়টি পুলিশকে জানালেও প্রথমে পুলিশ তার অভিযোগ নিতে চায়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version