Thursday, August 28, 2025

চিন্তা বাড়াচ্ছ করোনা, একলাফে রাজ্যে সংক্রমণ ৮ হাজারের গণ্ডি ছাড়াল

Date:

রাজ্যে ক্রমেই মহামারীর আকার নিচ্ছে করোনা। রাজ্যে করোনায় নতুন সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন।এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৭ জন। এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। যদিও শনিবারের তুলনায় রবিবার মৃত্যুর হার খানিকটা হলেও কম। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯ হাজার ৬৩৮-এ। একদিনে সক্রিয় রোগী বেড়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। এরই মধ্যে চাহিদা বেড়েছে অক্সিজেনের।

জেলার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে নতুন সংক্রমণ ১ হাজার ৮৬০। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্তের সংখ্যা ৫০১। তারপরে রয়েছে যথাক্রমে হাওড়া(৪৯০), হুগলি (৩৫২), বীরভূম (৪৭১), পশ্চিম বর্ধমান (৩৮৯) ও মালদহে (৩৮৮)।
করোনা পরিস্থিতি নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আর কোনওরকম বড় মাটি মিছিল বা জনসভা করবেন না তিনি। এমনকি রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি রাজ্যের টিকা, ওষুধ ও অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার বিষয়টি নিতে প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে বলেছেন।অন্যদিকে বাংলায় প্রচার সভা বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version