Friday, November 14, 2025

চিন্তা বাড়াচ্ছ করোনা, একলাফে রাজ্যে সংক্রমণ ৮ হাজারের গণ্ডি ছাড়াল

Date:

রাজ্যে ক্রমেই মহামারীর আকার নিচ্ছে করোনা। রাজ্যে করোনায় নতুন সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন।এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৭ জন। এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। যদিও শনিবারের তুলনায় রবিবার মৃত্যুর হার খানিকটা হলেও কম। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯ হাজার ৬৩৮-এ। একদিনে সক্রিয় রোগী বেড়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। এরই মধ্যে চাহিদা বেড়েছে অক্সিজেনের।

জেলার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে নতুন সংক্রমণ ১ হাজার ৮৬০। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্তের সংখ্যা ৫০১। তারপরে রয়েছে যথাক্রমে হাওড়া(৪৯০), হুগলি (৩৫২), বীরভূম (৪৭১), পশ্চিম বর্ধমান (৩৮৯) ও মালদহে (৩৮৮)।
করোনা পরিস্থিতি নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আর কোনওরকম বড় মাটি মিছিল বা জনসভা করবেন না তিনি। এমনকি রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি রাজ্যের টিকা, ওষুধ ও অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার বিষয়টি নিতে প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে বলেছেন।অন্যদিকে বাংলায় প্রচার সভা বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version