Sunday, November 9, 2025

করোনার হাত থেকে বাঁচতে হলে একাধিক মাস্ক পরা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Date:

কোভিডের হাত থেকে রক্ষা পেতে একাধিক মাস্ক পরার নিদান দিচ্ছেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে একাধিক স্তরের দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে অনেক বেশি কার্যকরী হবে।

মেডিক্যাল জার্নাল JAMA-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেকক্ষেত্রে অনেকের মুখে মাস্ক ফিটিংস হয় না। সেক্ষেত্রে দুটি মাস্ক একসঙ্গে ব্যবহার করলে ঝুঁকি অনেকটা কমতে পারে। সার্জিক্যাল মাস্কের ওপর একটি কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার সংক্রামক রোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর এমিলি সিকবার্ট বেনেট জানাচ্ছেন, “চিকিৎসক্ষেত্রে যে মাস্কগুলি ব্যবহার করা হয়, সেগুলির ফিল্টার ভালো। তবে সেগুলি সবার মুখে ভালো করে ফিটিংস হয় না।”

আরও পড়ুন-করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

বিভিন্ন মাস্কের লাগানো পরিস্রাবণ দক্ষতা পরীক্ষা করতে ১০ ফুট বাই ১০ ফুটের ইস্পাতের এক্সপোজার চেম্বার তৈরি করেন তাঁরা। তাতে ছিল নুনের ক্ষুদ্র ভাসমান কণা। সেই এক্সপোজার চেম্বারের মধ্যে বিভিন্ন প্রকারের মাস্ক কম্বিনেশন তৈরি করে পরীক্ষা চালানো হয়েছে। সেখানে দেখা হয়েছে, শ্বাস গ্রহণের স্থান থেকে কত দূরে নুনের ক্ষুদ্র ভাসমান কণাগুলি আটকাচ্ছে।

গবেষকরা সমীক্ষা করে দেখেছেন, একই মাস্ক সবার ক্ষেত্রে একরকম কার্যকর নাও হতে পারে। একটি মাস্ক করোনাভাইরাসকে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত আটকাতে পারে। তবে কাপড়ের মাস্ক হলে, তা ৪০ শতাংশের বেশি হয় না। কাপড়ের মাস্কের ওপর সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। কাপড়ের মাস্কটি ভালো ফিটিংস হলে, নাক—মুখের সঙ্গে সার্জিকাল মাস্কটির দূরত্ব না থাকলে এবং সবসময় প্রয়োজনীয় অংশটি ঢাকা থাকলে কার্যকারিতা আরও ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কিন্তু আবার ২ টি মাস্কই যদিও ভাল ফিটিং না হয়, তাহলে কোনও কাজ হবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version