মঙ্গলবার, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়েও মোদিকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন দেশবাসীর উপর ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন ফের মমতা অভিযোগ করেন, “বহিরাগতদের এনে বাংলায় রোগ ছড়াচ্ছে ওরা”।
রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, আগের মতো এবারও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করবে তৃণমূল সরকার। করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই নির্বাচনী সভায় কাটছাঁট করেছেন তৃণমূল নেত্রী। কলকাতায় একটাই মাত্র সভা করবেন। বাইরেও ১৫ মিনিট করে সভা করছেন তিনি। বুধবারও বালুরঘাটে সংক্ষিপ্ত ভাষণ দেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন:প্রয়াত কবি শঙ্খ ঘোষ.. একটি যুগের অবসান