Thursday, August 28, 2025

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে মিটল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তবে, দিনভর অভিযোগ, পাল্টা অভিযোগের চাপানউতোর চলল শাসক-বিরোধীদের মধ্যে। বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ৷ নির্বাচন উপলক্ষে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। কোথাও বোমাবাজি- গুলি চালনা তো আবার কোথাও একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি(BJP) কর্মীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এরপরই ঘটনাস্থলে মোতায়েন করা হয় চোপড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central force)৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় তৃণমূল(TMC) নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ ওই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ ৷ ব্যারাকপুরের লিচুবাগানে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ যার জেরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা৷ পাশাপাশি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, উত্তর ২৪ পরগনা জগদ্দল থেকে। এখানে মেঘনা জুটমিল মজদুর ক্লাব বুথে সকাল থেকে তৃণমূলের ৭ এজেন্টের খোঁজ মিলছে না বলে অভিযোগ ওঠে। ঘটনায় সন্দেহের তির ওঠে বিজেপির দিকে।

এর পাশাপাশি পূর্ব বর্ধমানেও ভোটের সকাল থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি বুথে তৃতীয় পোলিং অফিসারের বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বোমাবাজি ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা প্রকাশ্যে রাম দা, লাঠি নিয়ে ঘুরছে । পুলিশ নীরব দর্শক । বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপির লোকেদের আটকে দিয়েছে । তাই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এছাড়াও, গলসি বিধানসভার কাঁকসার বিদবিহারের ফুলঝোড় ৯ নম্বর বুথে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে ৷ তার জেরে ক্ষোভে ভোট দেওয়া বন্ধ রাখেন ভোটাররা৷ পাশাপাশি এই গলসিতেই স্থানীয় মানুষকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

এছাড়াও বেলার দিকে টিটাগড়ের টাটাগেট এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। বোমার আঘাতে ১ শিশু-সহ বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। রাস্তায় ৭, ৮ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বগদাতে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন:“বাবার বয়সী মুকুলবাবুকে সম্মান করি, কিন্তু উনি হেরে গিয়েছেন”, দাবি কৌশনীর

ভাতারে ভোটারদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মুরাতিপুর কালটিকুড়ি লেহা নিম্ন বুনিয়াদি স্কুলের ৫৪ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিন যুবক। সেইসময় তাদের উপর হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। পাশাপাশি শীতলকুচির স্মৃতি উসকে অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ ওঠে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version