Saturday, May 3, 2025

ওয়ার্ল্ড আর্থ ডে তে বৃক্ষরোপন ও মৌমাছির সামঞ্জস্য , মনকাড়া ভিডিও গুগুল ডুডুলের

Date:

২২ এপ্রিল দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস বা ওয়াল্ড আর্থ ডে(world Earth Day)। ২০০৯ সালে রাষ্ট্রসংঘ ২২ এপ্রিলকে আন্তর্জাতিক ধরিত্রী দিবস হিসেবে ঘোষণা করে। প্রতিবছরের মত এবছরও আর্থ ডে উপলক্ষ্যে বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে তাক লাগিয়ে দিল গুগুল। কীভাবে একটি ছোট্ট চারাগাছ আরও বড় মানবসভ্যতার রূপ দেবে তা অতি সুক্ষভাবে সঙ্গে মৌমাছিদের নিয়ে ‘আর্থ ডে স্পেশাল’ গুগুল ডুডুল মন কাড়ছে মানুষের।
আজকের এই ডুডলটি তৈরি করেছেন কেভিন লাফলিন। একটি সাক্ষাত্‍কারে লাফলিন জানিয়েছেন, কোন কোন প্রাণীকে দেখানো হবে ডুডল-এ তা স্থির করতে ভালোই বেগ পেতে হয়েছিল তাঁকে।
Google Doodle-এর যে কোনও জায়গায় ক্লিক করলেই সরাসরি ভিডিয়োতে পৌঁছে যাওয়া যাবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি মেয়ে গাছের চারা পুঁতছে এবং তার বয়স যতই বেড়ে চলেছে, ততই বড় হচ্ছে সেই গাছ। পরেই আবার দেখানো হচ্ছে, ছোট্ট একটি ছেলের কাহিনি। সেও গাছের বীজ বপন করছে এবং তার সঙ্গে সঙ্গেই বড় হয়ে উঠছে সেই গাছ। শুধু তাই নয়। একসঙ্গে অনেক মানুষকেও গাছ লাগাতে দেখা গিয়েছে ভিডিয়োতে। আর সেই ভিডিয়োর মাধ্যমে Google বার্তা দিয়েছে, ‘শুধু গাছ লাগিয়েই কীভাবে একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া যায়।’
গত বছর ২০২০ তেও করোনার পরিস্থিতির মধ্যেই আর্থ ডের একটা ডুডল বানিয়ে নেটিজেনদের মন কেড়ে নিয়েছিল গুগল। সেই ডুডল বানিয়েই পঞ্চাশতম আর্থ ডে উদযাপন করেছিল তারা। ভিডিওতে দেখা গিয়েছিল পৃথিবীর ভারসাম্য বাঁচাতে মৌমাছির মত ছোট্ট একটা প্রাণীরও কী ব্যাপক অবদান! সেই বার্তাটি একটি ইন্টারাক্টিভ গেমের মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছিল গুগুল। একটি ছোট্ট, মিষ্টি হানি-বি মধু খেতে খেতে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল ডুডলটিতে আর পোলেন অর্থাৎ ফুলের রেনু ছড়িয়ে আরও আরও প্রাণের বীজ বুনে চলেছিল একের পর এক! ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছিল ডুডল প্রেমীদের।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version