Thursday, August 28, 2025

রাজ্যের সব প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে টিকা, ঘোষণা মখ্যমন্ত্রীর

Date:

রাজ্যের সব প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার, দক্ষিণ দিনাজপুরের তপনের (Tapan) সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। টিকার দাম নিয়ে দ্বিচারিতার অভিযোগে সরব হন মমতা। তিনি বলেন, “বিজেপি (Bjp) মুখে বলবে এক দেশ, এক নীতি; আর টিকার বেলায় কেন্দ্র-রাজ্য, সরকারি-বেসরকারি ভাগাভাগি করবে”। বয়স-জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একদামে টিকা দেওয়ার দাবি করেন মমতা। একই সঙ্গে রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

ষষ্ঠ দফা ভোটগ্রহণের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করেন তৃণমূল (Tmc) নেত্রী। করোনা পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের তপনে সংক্ষিপ্ত নির্বাচনী জনসভা করেন তিনি। সভা থেকে করোনা ও ভ্যাকসিন নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করেন মমতা। বলেন, “দিল্লি যদি ৬ মাস আগে থেকে টিকা দিত তাহলে আর কারও করোনা হতো না। আমি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বলেছিলাম আমাকে ভ্যাকসিন দিন আমি বিনা পয়সায় সবাইকে দেব। এখন বলছেন ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন”। “পিএম কেয়ারের টাকা দিয়েই দেশের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া যেত। কোথায় গেল সেই টাকা?” প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিনের জন্য ২৪ এপ্রিল শুরু রেজিস্ট্রেশন! দেখুন পদ্ধতি

সিপিআইএম (Cpim) নেতা সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri) ছেলের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যবাসীকে মাস্ক পরে ভোট দিতে অনুরোধ করেন। তাঁর অভিযোগ, ভোট না দিলে ভোটার তালিকা থাকে নাম বাদ দিয়ে দেবে বিজেপি। এনআরসি (Nrc), এনপিআর (Npr) করার সুযোগ পেয়ে যাবে। তবে, রাজ্যে এনআরসি, এনপিআর করতে দেবেন না বলে জানিয়ে দেন মমতা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version