আজ, বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটেও সকাল থেকেই বুথগুলিতে লম্বা লাইন। ইভিএম বিকল থেকে শুরু করে, এজেন্ট ঢুকতে না দেওয়া, বোমাবাজি ইত্যাদি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আসছে।

তবে এরই মধ্যে সকালেই কাঁচরাপাড়ায় ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় (Mukul Roy)। কাঁচরাপাড়া বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। কাঁচরাপাড়া মিউনিসিপাল পলিটেকনিক হাইস্কুলের ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি। এখানে আবার গেরুয়া শিবিরের প্রার্থী মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়।

অন্যদিকে, সকাল সকাল জগদ্দলের ১৪৪ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ও তাঁর ছেলে তথা ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং।
আরও পড়ুন- ৩০ হাজার ভোটে জিতছেন, ভোটের সকালে ঘোষণা রাজের
