Sunday, November 9, 2025

হাইকোর্টের রায়ে স্বস্তি, বিনয় মিশ্রকে এখনই গ্রেফতার করা যাবে না

Date:

কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান বিনয় মিশ্রকে এখনই গ্রেফতার করা যাবে না। কলকাতা হাইকোর্টের এই রায়ে কিছুটা স্বস্তিতে বিনয় মিশ্র।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত এই নির্দেশ দিয়েছেন, তবে সিবিআই তাকে জেরা করতে পারবে।
অসুস্থতার কারণে কয়লা পাচারকাণ্ড মামলায় বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আসানসোলের সিবিআই আদালত। বুধবার তাকে তিন সপ্তাহের জন্য জামিন দিয়েছেন বিচারক। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি এবং গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক—দু’‌জনের সঙ্গেই বিনয় মিশ্রের যোগসূত্র পেয়েছে সিবিআই। বিনয় মিশ্রকে একাধিকবার হাজিরা নির্দেশ দেওয়া হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন।
আসানসোলের এক আদালতে বিনয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। তাছাড়াও তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার ও ওয়ারেন্ট জারি হয়।গত শনিবার অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়েও জেরা করা হয় বিনয়ের ভাই বিকাশকে। কিন্তু তেমন কিছুই জানা যায়নি।
একাধিকবার বিনয়ের বাড়িতে তল্লাশি চালিয়েও তার নাগাল পাননি তদন্তকারীরা ।
এরপরই তাঁর গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আসানসোল বিশেষ আদালতে আবেদন জানায় সিবিআই।  বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র সিবিআই হেফাজতে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার জন্য আদালত তাঁরই অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। কয়লা কাণ্ডের কিং পিন অনুপ মাঝিকেও একইভাবে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version