Saturday, August 23, 2025

‘বিহার পায়নি’, বাংলায় বিজেপির বিনামূল্যে ভ্যাকসিনকে ‘জুমলা’ কটাক্ষ ডেরেকের

Date:

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘোষণা করে দিয়েছেন আগামী ৫ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বঙ্গে ভোটের বাজারে হালে পানি পেতে অবশেষে শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করে দেওয়া হলো এবার বাংলায় বিজেপি(BJP) ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যে শেষ দুই দফা নির্বাচনের আগে বিজেপির এহেন ঘোষণা রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। যদিও গেরুয়া শিবিরের এই ভ্যাকসিন প্রতিশ্রুতিকে সম্পূর্ণ ‘জুমলা’ বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। ভোটের আগে বিহারে বিজেপির তরফে এহেন মিথ্যাচার যে আগেও করা হয়েছিল সে কথা স্মরণ করিয়ে দিলেন ডেরেক।

দেশে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য সরাসরি নরেন্দ্র মোদির অদূরদর্শিতাকে দায়ী করেছে তৃণমূল। পাশাপাশি বৃহস্পতিবার তপনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামী ৫ মে থেকে বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর ভোটের বাজারে ভ্যাকসিন নিয়ে মাঠে নেমে পড়ে গেরুয়া শিবির। টুইট করে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।” তবে বিজেপির এই প্রতিশ্রুতিকে ভ্যাকসিন জুমলা কটাক্ষ করে বিহারের উদাহরণ টেনে পাল্টা টুইট করেন ডেরেক। তিনি বলেন, “শেষ দু’দফার নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। নির্বাচনের আগে ঠিক একই ঘোষণা বিহারে করা হয়েছিল। ভোট পার হওয়ার পর বিজেপি তা ভুলে গিয়েছে। এবার বাংলাতে ‘ভ্যাকসিন জুমলা’ করা হচ্ছে। বিজেপির এই ‘ভ্যাকসিন জুমলা’কে কোনভাবেই বিশ্বাস করবেন না।”

আরও পড়ুন:চির ঘুমের দেশে শ্রাবণ, শোকপ্রকাশ করলেন কুমার শানু-নাদিম-মাধুরী

অন্যদিকে, বিনামূল্যে ভ্যাকসিন তো বটেই ভ্যাকসিনের দামে বৈষম্যের ঘটনাকে উল্লেখ করে বৃহস্পতিবার বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে।’ অভিযোগ করেন, দিল্লি যদি আগে থেকে ভ্যাকসিন দিত তবে এই কোভিডটা হত না। তিনি বলেন, ‘মোদীকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না। ৫ মে পর থেকে আমরা একদম বিনা পয়সায় বাকিদেরও ভ্যাকসিন দেব। এখনও দিচ্ছি।‘ ভ্যাকসিনের দাম সব জায়গায় সমান করার দাবি বার বার জানান তিনি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version