তবে এখানে উল্লেখ্য, তৃণমূল মুখপাত্র তাঁর পোস্টে করোনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, “করোনায় গোটা দেশকে ডুবিয়েছে বিজেপি। বিশ্বে সংক্রমণে এক নম্বর ভারত। বাংলার মাটিতে তাদের চক্রান্ত আর কুৎসার খেলা শেষ”।
বাংলায় করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আরও উদ্বেগজনক অক্সিজেনের সংকট; ভ্যাকসিন না পাওয়া। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বিজেপি রাজ্য সভাপতির পোস্ট থেকে দেখে মনে হচ্ছে তাঁরা শুধু ভোটের রাজনীতি করতে চাইছেন। মানুষের সমস্যা সংকট নিয়ে তাঁদের তেমন মাথাব্যথা নেই।
অথচ কুণাল তাঁর পোস্টে করোনা নিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করেছেন। আসল সমস্যা দিকে দৃষ্টি না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় শুধু চক্রান্ত করে আর কুৎসা রটিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। কুণালের মতে, এভাবে বঙ্গে খেলা শেষ করতে পারবে না বিজেপি। শেষ জয়ের হাসি হাসবে তৃণমূলই। বিরাট ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কুণালের স্কোরবোর্ডে তারই ইঙ্গিত।