Thursday, August 28, 2025

এবারের বঙ্গ ভোট সরগরম “খেলা হবে” স্লোগানে। শাসকদল তৃণমূল এই স্লোগান প্রচারের শুরু থেকে ব্যবহার করছে। একে কটাক্ষ করছে বিরোধীরা। কিন্তু নির্বাচনে শেষের দফায় এসে এখন খেল্ দেখাচ্ছে করোনা (Carona)। দ্রুত ছড়াচ্ছে কোভিড (Covid) সংক্রমণ এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। না পাওয়া যাচ্ছে অক্সিজেন (Oxygen); না ওষুধ। না আছে ভ্যাকসিন। এই পরিস্থিতিতে এই নিয়ে কোনও কথা না বলে, ভোটের ফল নিয়ে টুইট (Twitte) করেছেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে একটি গ্রাফিক্স কার্ডে ফুটবল মাঠের ছবি। তাতে লেখা রয়েছে, “খেলা শেষ”। ওপরে সময় রয়েছে 90 মিনিট এবং ফলাফল: বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে। সোশ্যাল মিডিয়াতেই এর পাল্টা দিয়েছেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিও একটি গ্রাফিক্স কার্ডে ফুটবল মাঠের ছবি দিয়েছেন। রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। আর স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ফল তৃণমূল কংগ্রেস 228, বিজেপি 49। এখানেও সময় 90 মিনিট। কুণালের পোস্টও লেখা “খেলা শেষ”।

তবে এখানে উল্লেখ্য, তৃণমূল মুখপাত্র তাঁর পোস্টে করোনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, “করোনায় গোটা দেশকে ডুবিয়েছে বিজেপি। বিশ্বে সংক্রমণে এক নম্বর ভারত। বাংলার মাটিতে তাদের চক্রান্ত আর কুৎসার খেলা শেষ”।

বাংলায় করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আরও উদ্বেগজনক অক্সিজেনের সংকট; ভ্যাকসিন না পাওয়া। কিন্তু রাজনৈতিক মহলের মতে, বিজেপি রাজ্য সভাপতির পোস্ট থেকে দেখে মনে হচ্ছে তাঁরা শুধু ভোটের রাজনীতি করতে চাইছেন। মানুষের সমস্যা সংকট নিয়ে তাঁদের তেমন মাথাব্যথা নেই।

অথচ কুণাল তাঁর পোস্টে করোনা নিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করেছেন। আসল সমস্যা দিকে দৃষ্টি না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় শুধু চক্রান্ত করে আর কুৎসা রটিয়ে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। কুণালের মতে, এভাবে বঙ্গে খেলা শেষ করতে পারবে না বিজেপি। শেষ জয়ের হাসি হাসবে তৃণমূলই। বিরাট ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কুণালের স্কোরবোর্ডে তারই ইঙ্গিত।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version