Thursday, May 8, 2025

ফুটপাতে পড়ে রয়েছে একের পর এক রোগী। কর্ণাটকের বিদরে হাসপাতালের সামনের ফুটপাতে শুয়ে রয়েছে একাধিক করোনা রোগী। ইতিমধ্যেই ৬০০ শয্যাবিশিষ্ট বিদরের ওই হাসপাতালে আর একটাও বেড খালি নেই। এক রোগীর কথায়, গত চার দিন ধরে ফুটপাতেই রয়েছেন তিনি। তাঁর কোভিড টেস্ট করা হলেও এখনও রিপোর্ট আসেনি। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, গুরুতর শ্বাসকষ্ট নিয়েও বহু রোগীকে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে।

বিদরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। হাসপাতালে শুধু সঙ্কটজনক রোগীদেরই ভর্তি নেওয়া হচ্ছে। বিতর্ক শুরু হয়েছে এই বক্তব্যেকেই কেন্দ্র করে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট করে লিখেছেন, “হৃদয়বিদারক, বীভৎস!… ইয়েদুরাপ্পা সরকারের নিষ্ঠুর, অমানবিক, গাফিলতি ক্ষমার অযোগ্য।”

আরও পড়ুন-করোনা রোগীদের প্রাণ বাঁচাতে ২২ লক্ষের গাড়ি বিক্রি করলেন ‘অক্সিজেন ম্যান’ শাহনওয়াজ

সম্প্রতি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বলেন,”আগামী কিছু দিন অহেতুক বাড়ির বাইরে বেরোবেন না।” ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জেডিএস সুপ্রিমো এইচডি দেবেগৌড়া। সূত্রের খবর, ডায়ালিসিসের মতো জরুরি চিকিৎসার জন্য কিছু শয্যা রেখে বাকি সমস্ত শয্যাই কোভিড চিকিৎসায় ব্যবহার করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ম কার্যকর হবে বেঙ্গালুরুর সমস্ত সরকারি হাসপাতাল তো বটেই বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও।

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...
Exit mobile version