Sunday, August 24, 2025

মে মাসের মাঝামাঝি সর্বোচ্চ সংক্রমণ, অগাস্ট পর্যন্ত মৃত্যুমিছিল! করোনাবার্তা বিজ্ঞানীদের

Date:

মে মাসের মাঝামাঝি করোনা (corona) সংক্রমণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আইআইটির বিজ্ঞানীরা গাণিতিক মডেল ব্যবহার করে এই সতর্কবার্তা দিয়েছেন। একইসঙ্গে, ১ অগাস্টের মধ্যে মৃত্যুসংখ্যা নজিরবিহীন হতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত টিকাকরণ, কঠোরভাবে মাস্ক ব্যবহার ও সমস্ত কোভিডবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। COVID-19 projections নামে যে সমীক্ষা চালানো হয়েছে, তাতে অংশগ্রহণ করেছে ওয়াশিংটনের Institute for Health Metrics and Evaluation (IHME)। একই বিষয়ে সমীক্ষা চালিয়েছেন কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) ও হায়দরাবাদের আইআইটির (IIT) একদল গবেষক বিজ্ঞানী।

আইআইটির গবেষকরা গাণিতিক মডেল ব্যবহার করে জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ে (১০ থেকে ১৫ মে’র মধ্যে) চরম শিখরে উঠবে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গবেষকরা জানাচ্ছেন, মে মাসে সক্রিয় রোগীর সংখ্যা ১১ থেকে ১৫ তারিখের মধ্যে ৩৩ থেকে ৩৫ লাখ ছুঁয়ে যাবে। এটাই হবে সর্বোচ্চ। অন্যদিকে সমীক্ষায় বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের হার ৭১ শতাংশ বেশি। মৃত্যু হার বেড়েছে ৫৫ শতাংশ। এর পাশাপাশি বিশেষজ্ঞদের আশঙ্কা, ১০ মে নাগাদ দৈনিক মৃত্যুসংখ্যা হয়ে যেতে পারে ৫,৬০০। ১২ এপ্রিল থেকে ১ অগাস্ট পর্যন্ত দেশের মোট মৃত্যুসংখ্যা হবে ৩,২৯,০০০। অনুমান করা হচ্ছে,q এই হার চলতে থাকলে মৃত্যুসংখ্যা জুলাইয়ের শেষে গিয়ে মোট হবে ৬ লক্ষ ৬৫ হাজার। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও তেলেঙ্গানায় করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখর ছোঁবে বলে অনুমান বিশেষজ্ঞদে

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version