Saturday, November 8, 2025

করোনা মোকাবিলায় অবশেষে ভারতকে সাহায্যের আশ্বাস বাইডেন প্রশাসনের

Date:

করোনা মোকাবিলায় শেষপর্যন্ত ভারতকে বাড়তি সাহায্যের আশ্বাস দিয়েছে বাইডেন (Joe Biden) প্রশাসন৷ তবে এজন্য দিল্লিকে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে।

ভারতে করোনা প্রতিষেধক টিকা (Corona-vaccine) তৈরির প্রয়োজনীয় কাঁচমালের একাংশ আসে আমেরিকা (America) থেকে৷ কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দিল্লিকে জানানো হয়, প্রত্যেক আমেরিকানের টিকাকরণ না হওয়া পর্যন্ত তারা ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাতে পারবেনা৷ এর ফলে ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন সংকটে পড়ার আশঙ্কায় আসরে নামে এ দেশের পররাষ্ট্রমন্ত্রক৷ আমেরিকার কাছে কাঁচামাল সরবরাহের আর্জি জানায়৷ বাইডেন প্রশাসন রাজি হয়না৷ দীর্ঘ আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷

অবশেষে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে এক টুইটবার্তায় মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেছেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”
ব্লিনকেনের এই টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যানও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আশ্বাস দেন।

মার্কিন প্রশাসনের জারি করা বিধিনিষেধের কারণে বেশ কিছুদিন ধরেই কাঁচামাল পাঠানো হচ্ছিল না। ফলে ৩৫ টিরও বেশি গুরুত্বপূর্ণ কাঁচামালে টান পড়ে৷ ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) মতো সংস্থা উদ্বেগ প্রকাশ করে।যদিও সেরাম CEO আদর পুনাওয়ালা দাবি করেছিলেন, আমেরিকার টালবাহানার জন্য কোভিশিল্ডের উৎপাদনে কোনও প্রভাব পড়ছে না। তবে ধাক্কা খাচ্ছে নোভাভ্যাক্সের উৎপাদন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়েছিলেন খোদ পুনাওয়ালাও।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version