Wednesday, August 27, 2025

অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। করোনার রাশ টানা তো দূর, বাড়ছে মৃত্যু মিছিল। এই অবস্থায় দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)। আপাতত চলতি বছরের ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।

হু হু করে বাড়ছে সংক্রমণ। এর মাঝে দর্শনার্থীদের জন্য মন্দির খুলে রাখা হবে কিনা, তা নিয়ে বৈঠকে বসেন মন্দির কর্তৃপক্ষ। সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত হয়। মন্দিরের মুখ্য প্রশাসক ড. কৃষ্ণ কুমার জানিয়েছেন, মন্দিরের সেবায়েতদের কথা মাথায় রেখেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হল। কারণ সেবায়েতরা প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সংস্পর্শে আসেন। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে।” তিনি জানান, সেবায়েতরা আক্রান্ত হলে মন্দিরের নিত্যনৈমিত্তিক কাজ চালানো মুশকিল হবে। শনিবারের বৈঠকে রথযাত্রা নিয়েও আলোচনা করা হয়।

তবে দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ থাকলেও  দেবালয়ে আচার অনুষ্ঠান নিয়ম মেনেই পালন করা হবে বলে জানানো হয়েছে। রথের নির্মাণকার্যের প্রস্তুতিও রীতি মেনেই করা হবে।  কোভিড বিধি মেনেই ১৫ মে থেকে চন্দন যাত্রা শুরু হবে। অর্থাৎ ওইদিন থেকেই তিনটি রথ তৈরির কাজ শুরু হবে। তবে সেবায়েতদের জন্যও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মন্দিরের সেবায়েত, প্রসাশনিক কর্তা ও মন্দিরের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারীদের দ্রুত টিকাকরণ করানো হবে বলে জানা গেছে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version