Monday, August 25, 2025

করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)নিশানা করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার, বহরমপুরে (Baharampur) অডিটোরিয়ামে প্রচার সভায় মমতা বলেন, “দেশে অক্সিজেন নেই, ইঞ্জেকশন নেই, এখনও উনি মন কি বাত করে চলেছেন। এখন মন কি বাত কে শুনতে চায়? এখন কোভিড (Covid) নিয়ে কথা বলুন”। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশের মানুষের জন্য ভ্যাকসিন না রেখে বিদেশে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। কেন্দ্র থেকে অক্সিজেন ওষুধ ভ্যাকসিন খুবই কম পাঠানো হচ্ছে। রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন চিকিৎসার কাজে ব্যবহার করার নির্দেশও দিয়েছেন তিনি।

এদিন মৃত্যু হয় করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার (Kajol Sinha)। দলীয় প্রার্থীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “একজন লড়াকু সৈনিককে হারালাম। কাজল সিনহার পরিবারের প্রতি আমার সমবেদনা। খড়দায় কাজলই জিতবে”। ভোটের সময় করোনাজনিত পরিস্থিতি মোকাবিলায় দলীয় প্রার্থীদের পরামর্শও দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন , “প্রত্যেক প্রার্থী একটা মনিটারিং টিম তৈরি করুন। তাতে 10 থেকে 12 জন থাকবে, যাতে একজন-দুজন অসুস্থ হয়ে পড়লেও বাকিরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেন”।

দেশে চলতি অক্সিজেন ও ওষুধের সংকট নিয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর  অভিযোগ, মোদি ভাষণ দিতেই ব্যস্ত। এতদিন ভ্যাকসিন দিলে এতটা খারাপ পরিস্থিতি হত না। ৮০টা দেশকে ভ্যাকসিন দিল বিনা পয়সায়, আর এখানে কিনতে হচ্ছে। মমতা বলেন, আরও এক কোটি ভ্যাকসিন চেয়েছে রাজ্য। সবাইকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

রাজ্যে আট দফায় ভোট নিয়েও নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেছেন মমতা। তিনি অভিযোগ করেন, “বিজেপির (Bjp) কথায় চলছে কমিশন। বিজেপির আয়না নির্বাচন কমিশন। ভোটে টাকা ছড়াচ্ছে বিজেপি, তাও কমিশন কিছু দেখছে না”।

মুখ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা করে ৮ দফায় ভোট করেছে। বারবার বলা হয়েছিল, শেষ ভোট একদফায় করুন, তাও করছে না। “আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে। নির্বাচন কমিশন যা বলছে করছে। ভোটের পর কিন্তু আমরাই থাকব। তৃণমূলের বিকল্প নেই, তৃণমূলই থাকবে”।

আরও পড়ুন:মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, একবার দেখে নিন

করোনা নিয়ে সবাইকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “করোনাকে ভয় পাবেন না, সতর্ক থাকুন”। শুধু মাস্ক পরলেই হবে না, ঠিক করে পরতে হবে। নাক খোলা রেখে মাস্ক পরে লাভ নেই।

Related articles

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...
Exit mobile version