Monday, August 25, 2025

খায়রুল আলম ,ঢাকা

বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনাভাইরাসের টিকা নিয়ে ধরা পড়েছেন দুই বোন । শেষে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দুই বোনের পরিচয় জানা গিয়েছে । তারা হলেন বরিশালের আমিরকুটির এলাকার মহসিনুজ্জামান নাজমুলের মেয়ে জান্নাতুল মাওয়া অথৈ (২৫) ও নাফিসা নাওয়ান অতি (১৮)।
বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য অধিকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, অথৈ ও অতির মা নুসরাত জাহান শিখা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা গিয়েছেন।
অন্যদিকে, অথৈয়ের ঘনিষ্ঠ বান্ধবী সাথির বড়ো বোন ঝুমা হক (৫৫) দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন।

“মৃত শিখা ও প্রবাসী ঝুমার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকার জন্য অনলাইনে আবেদন করেন অথৈ ও অতি। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সোমবার সকালে তারা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন।
ডা. ফয়সাল আরও বলেন, কার্ড যাচাইয়ের সময় রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের গরমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হয়। এরপর দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
অথৈ ও অতির বাবা মহসিনুজ্জামান নাজমুল জানান, তার স্ত্রী নুসরাত জাহান শিখা প্রায় ৪ বছর আগে ২০১৭ সালের ১০ জুলাই মারা গিয়েছেন। দুই মেয়ের মধ্যে অথৈ অনার্স শেষ করেছেন, অতি দ্বাদশ শ্রেণির ছাত্রী।
বরিশাল পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, দুই বোনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
জেরায় দুই বোন স্বীকার করেছে যে,
তাদের টিকা নেওয়ার বয়স হয়নি। তাই এই অসাধু পথ নিয়েছেন । কাজ করেছেন।
মানবিকতার খাতিরে
তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version