Thursday, November 13, 2025

করোনা মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলি থেকে ১৩৬৭ বেড “অধিগ্রহণ” করলো পশ্চিমবঙ্গ সরকার

Date:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। সংক্রমণে বিশ্ব রেকর্ড। অক্সিজেন নেই, বেড নেই, ভ্যাকসিন নেই। মৃত্যু মিছিল। শ্মশানের বাইরে লম্বা লাইন। দেশজুড়ে এক বীভৎস ছবি। ব্যতিক্রম নয় এই বাংলাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে (Private Hospital) ১,৩৬৭ বেড (Bed) করোনা চিকিৎসার জন্য নিল রাজ্য সরকার (Goverment of West Bengal)। আজ, বুধবার নবান্নের (Nabanna) তরফে এক নির্দেশিকা জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে।জানা গিয়েছে, রাজ্যের ২৪টি বেসরকারি হাসপাতালে এই বেডের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। এই সমস্ত হাসপাতালগুলির সুপারদের স্বাস্থ্য ভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ অনুযায়ী করোনা রোগীদের ভর্তি নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি বেসিরকারি হাসপাতালকে ভর্তি হওয়া রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে হবে। যেসব রোগী স্বাস্থ্যভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি হবেন তাঁদের বেসরকারি রোগী বলে গন্য করা হবে। রাজ্যের কোন কোন হাসপাতালে বেড নেওয়া হয়েছে তার একটি তালিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।

উল্লেখ্য, রাজ্যজুড়ে যে হারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তাতে আক্রান্তের শুধুমাত্র সরকারি হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিকে আগেই তৈরি থাকতে বলেছিল রাজ্য সরকার। এখন বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ বেড রাখতে হবে করোনা রোগীদের জন্য।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version