Monday, May 5, 2025

শত চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না। ফের মুখ পুড়ল ইমরান খানের সরকারের । কিছুতেই বিশ্বের কাছে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পারছে না পাকিস্তান। এবার দক্ষিণ কোরিয়ার কাছে লজ্জায় পড়তে হলো পাকিস্তানকে।
জানা গিয়েছে, শপিংমল থেকে চকলেট ও টুপি চুরির দায়ে এবার দক্ষিণ কোরিয়ার কাছে মুখ পুড়েছে ইমারান খান সরকারের। তাও আবার চুরির দায়ে অভিযুক্ত দুই ব্যক্তি যে কেউ নন। খোদ দক্ষিণ কোরিয়ায় পাকিস্তান দূতাবাসের দুজন কূটনীতিক।
জানা গিয়েছে , দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিওলের ইওংসানের ইটাওন এলাকার একটি দোকানে ঘুরতে যান পাকিস্তান দূতাবাসের অভিযুক্ত ওই দুই কূটনীতিক। সেখান থেকে তারা কোরিয়ান মুদ্রায় ১,৯০০ ওন (১৩,০০০ টাকা) দামের জিনিসপত্র চুরি করেন।
তার মধ্যে ছিলো ১,৯০০ টাকা দামের চকলেট এবং ১১ হাজার টাকা দামের টুপি। যেগুলি পাকিস্তান দূতাবাসের ওই দুই কর্মী আলাদা আলাদা দিনে গিয়ে চুরি করেন। এদিকে দোকান থেকে বহুমূল্যের টুপি চুরি যাওয়ায় পুলিশের কাছে গিয়ে মামলা করেন ওই দোকানের মালিক। এরপরই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই দুই কূটনীতিককে শনাক্ত করে পুলিশ।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি।
কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের অধীনে এই ধরনের ঘটনায় কূটনীতিক দেশের আইনের মাধ্যমে অভিযুক্তরা নিজেদের গ্রেফতার বা আটক এড়াতে পারেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে এমন পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। দক্ষিণ কোরিয়ার পাকিস্তানি রাষ্ট্রদূত মুমতাজ জহরা বালোচের স্পষ্ট দাবি, যাঁদের চুরি করতে দেখা গিয়েছে, তাঁরা মোটেই সরকারি আমলা অর্থাৎ কূটনীতিক নন। তাঁর ওই দূতাবাসের দু’জন কর্মী মাত্র। তিনি জানিয়ে দিয়েছেন, অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাঁদের প্রাপ্য সাজা যেন অবশ্যই দেওয়া হয়।

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...
Exit mobile version