Sunday, August 24, 2025

বেলাগাম পরিস্থিতি, দেশে একদিনে করোনায় মৃত্যু ৩ হাজার ৬৪৫ জনের

Date:

বেলাগাম করোনা পরিস্থিতি। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। গত বছর থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। পাশাপাশি দেশে চলছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

আরও পড়ুন-সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

অন্যদিকে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রেকর্ড! শেষ ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ২০৭ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে কলকাতা।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩০৯ জন। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৫১। কর্নাটক (৩৯,০৪৭), কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে প্রায় ২৬ হাজার। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version