Sunday, November 9, 2025

বেলাগাম পরিস্থিতি, দেশে একদিনে করোনায় মৃত্যু ৩ হাজার ৬৪৫ জনের

Date:

বেলাগাম করোনা পরিস্থিতি। দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। গত বছর থেকে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। পাশাপাশি দেশে চলছে টিকাকরণও। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

আরও পড়ুন-সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

অন্যদিকে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রেকর্ড! শেষ ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা ১৭ হাজার ২০৭ জন। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৩৩ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৮১২ জন। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে কলকাতা।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩০৯ জন। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৭৫১। কর্নাটক (৩৯,০৪৭), কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে প্রায় ২৬ হাজার। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version