করোনা আক্রান্ত অভিনেত্রী অনসূয়া মজুমদার, রয়েছেন হোম আইসোলেশনে

টলিপাড়ায় এবার করোনার প্রকোপে বর্ষীয়ান অভিনেত্রী অনসূয়া মজুমদার। মেগা সিরিয়ালের পাশাপাশি চলচ্চিত্রেও সমানভাবে কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর শরীরেও এবার থাবা বসাল করোনা। জানা গিয়েছে, সামান্য জ্বর ও গায়ে হাতে ব্যাথা শুরু হতেই ডাক্তারের পরামর্শ মেনে কোভিড টেস্ট করানো হয় তাঁর। এরপরই রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।
জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো সকল সুরক্ষা বিধি মেনে চলছেন অভিনেত্রী অনসূয়া মজুমদার। এমনকি নিয়ম মেনে ওষুধও খাচ্ছেন। গত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত এর আগে করোনার কবলে পড়েছেন টলিউডের চৈতি ঘোষাল, শুভশ্রী, জিৎ, পরিচালক কৌশিক সেন ও কৌশিক গাঙ্গুলি। এবার তাঁদের দলে নাম লেখালেন অনসূয়া মজুমদারও।