অক্সিজেনের সঙ্কট মেটাতে সচিনের ১ কোটির অনুদান

করোনা( corona)  যুদ্ধে আবারও এগিয়ে এলেন সচিন তেনডুলকর( sachin tendulkar)। এবার অক্সিজেনের সঙ্কট কাটাতে এগিয়ে এলেন তিনি। অক্সিজেনের অভাব মেটাতে ১ কোটি টাকা দিলেন সচিন তেনডুলকর। আগেই প্লাজমা দানের কথা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এলেন তিনি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী। দ্বিতীয় ঢেউতে প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। সেই সমস‍্যা মেটাতে এগিয়ে এলেন সচিন। টুইটারে নিজেই জানালেন এই কথা।

এদিন টুইটারে সচিন লেখেন,”কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস