Wednesday, November 5, 2025

ফের গুজরাতের হাসপাতালে আগুন৷ কমপক্ষে ১৮ করোনা রোগীর পুড়ে মৃত্যু হয়েছে৷

শুক্রবার মধ্যরাতে গুজরাতের (Gujrat) ভাইরুচের এক বেসরকারি কোভিড হাসপাতালে (Covid-19 hospital) আগুন (Fire) লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ ও প্রশাসনের। পুলিশ জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগী ভর্তি ছিলো। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ ICCU-তে আগুন লাগে। সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ২৪ জন রোগী ICCU-তে চিকিৎসাধীন ছিলেন। কয়েকজন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে দমকল। দমকল কর্মীরাও উদ্ধার কাজে নামে৷ দগ্ধ রোগীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভাইরুচের পুলিশ সুপার জানিয়েছেন, “কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা বাড়তে পারে।” সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, “সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।”

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ কিন্তু কেন পর পর গুজরাতের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সুরাতের এক করোনা হাসপাতালের ICCU-তে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে ৪ জনের মৃত্যু হয়। গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। ওখানে অবশ্য হতাহতের কোনও খবর ছিলোনা।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version