Sunday, August 24, 2025

ফের গুজরাতের হাসপাতালে আগুন৷ কমপক্ষে ১৮ করোনা রোগীর পুড়ে মৃত্যু হয়েছে৷

শুক্রবার মধ্যরাতে গুজরাতের (Gujrat) ভাইরুচের এক বেসরকারি কোভিড হাসপাতালে (Covid-19 hospital) আগুন (Fire) লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ ও প্রশাসনের। পুলিশ জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগী ভর্তি ছিলো। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ ICCU-তে আগুন লাগে। সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ২৪ জন রোগী ICCU-তে চিকিৎসাধীন ছিলেন। কয়েকজন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে দমকল। দমকল কর্মীরাও উদ্ধার কাজে নামে৷ দগ্ধ রোগীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভাইরুচের পুলিশ সুপার জানিয়েছেন, “কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা বাড়তে পারে।” সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, “সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।”

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ কিন্তু কেন পর পর গুজরাতের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সুরাতের এক করোনা হাসপাতালের ICCU-তে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে ৪ জনের মৃত্যু হয়। গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। ওখানে অবশ্য হতাহতের কোনও খবর ছিলোনা।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version