Thursday, August 21, 2025

পেট বড় বালাই। আর সেই পেটের তাগিদে বাংলা টেলি জগত ও থিয়েটারের পরিচিত মুখ প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল আজ বাঁচার তাগিদে ভিক্ষা করছেন । এ দৃশ্য দেখে আমাদের লজ্জা লাগে! দীর্ঘ ৫০বছর যিনি নাটক-থিয়েটার জগতের সঙ্গে যুক্ত, বহু সিরিয়ালে অভিনয় করেছেন সেই সত্তর বছরের প্রবীণ অভিনেতাকে আজ ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে শুধুমাত্র পেটের তাগিদে! এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে টেলি জগতে।
আর যিনি এই প্রবীণ অভিনেতা, দুরাবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তিনি ও অভিনেতা। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব‍্যসাচী চৌধুরী।
নিজের ফেসবুক পেজে শঙ্কর ঘোষালের জন‍্য সাহায‍্য চেয়ে একটি বড়সড় পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই শঙ্করবাবুর দুরবস্থার কথা জানিয়েছেন তিনি। উত্তম কুমার, সলিল চৌধুরীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে শঙ্কর ঘোষালের । অথচ এখন বাংলা সিরিয়ালে তিনি ব্রাত্য । এখন একমুঠো ভাত জোগাড় করার জন‍্যও হিমশিম খাচ্ছেন সত্তর বছরের মানুষটা।
মহাপীঠ তারাপীঠ সিরিয়ালেই একটি ছোট্ট চরিত্রে তিনদিন কাজ করেছিলেন শঙ্কর বাবু। তারপর জি বাংলার সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’এ শেষ অভিনয় করেন তিনি। এরপর আর কোনও সিরিয়ালেই কাজ জোটাতে পারেননি এক সময়ের থিয়েটার শিল্পী।
প্রবীণ মানুষটির এই দুরবস্থার কথা শুনে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব‍্যসাচী ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সাধ‍্যমতো খাবার পৌঁছে দিয়েছেন তাঁরা শঙ্করবাবুকে। ঐন্দ্রিলা এই মুহূর্তে ক‍্যানসারের সঙ্গে লড়ছেন। কেমোথেরাপি চলছে তাঁর। একটা মানুষ যখন ক্যান্সারকে জয় করার জন্য লড়ছেন, তখন টাকা হাতে দিয়ে যখন শঙ্করবাবুর মতো অভিনেতাকে সাহায্য করার আবেদন জানায়, তখন আর পেছন ফিরে তাকাননি অভিনেতা সব্যসাচী । তিনি কৃতজ্ঞ ঐন্দ্রিলার এই দৃঢ় মনোভাব দেখে । ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঐন্দ্রিলা যদি পারে আমরা কেন পারব না। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেকেই । শঙ্করবাবুর ঠিকানা এবং ফোন নম্বর শেয়ার করেছেন অভিনেতা । সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version