Thursday, November 6, 2025

পূর্ব মেদিনীপুরে ভেঙে চুরমার অধিকারী গড়ের মিথ, নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবে তৃণমূল

Date:

ভেঙে চুরমার অধিকারী গড়ের মিথ। ধুলোয় লুটিয়ে গেল সম্মান। তৃণমূলের দয়াতেই যে তাদের আধিপত্য ছিল, তা একুশের ভোট ফলাফলেই পরিষ্কার। পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে ৯টি গিয়েছে তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুরে ১৫টির মধ্যে ১৪টি তৃণমূলের দখলে। ঝাড়্গ্রামে ৪টির মধ্যে সব কটিতেই জয়ী শাসক দল। ফলে আগামিদিনে অধিকারী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার বাতাবরণে ঢাকা পড়ল। ভোটের আগে দলবদল করে ফয়দা তুলতে অধিকারীদের দলবদল আপাতত বুমেরাং।

এদিন দিনভর নন্দীগ্রাম (Nandigram) আসনে নিয়ে চূড়ান্ত বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) জয়ী বলে ঘোষণা করার পরেও পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হল, মমতা নন, জয়ী হয়েছেন বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ১৯৫৩ ভোটে জিতেছেন তিনি। কমিশনের সাফাই, তাদের সার্ভার বসে যাওয়াতেই না কি গোলমাল।

এদিকে সাংবাদিক বৈঠকে তৃণমূল (Tmc) সুপ্রিমো বলেন, “কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব”। এদিন এক সংবাদমাধ্যমে মমতা বলেন, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানাবে তৃণমূল। “অনেক ইভিএম (EVM)-এ কারচুপি হয়েছে”।

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি নিয়ে রবিবার সন্ধেয় কমিশনে যায় তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। এদিকে, রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারীকে জয়ী বলে ঘোষণা করেন। শুভেন্দু অধিকারী নিজেও নন্দীগ্রামে তিনিই জয়ী বলে টুইট করেন। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে পুনর্গণনার এখনই কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো বিষয়টি গড়াবে আদালতে ।

আরও পড়ুন- দলের ভরাডুবি হলেও বিজেপিকে হারানোর জন্য মমতাকে অভিনন্দন রাহুলের

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version