Sunday, August 24, 2025

উপচে পড়ছে মৃতদেহ, দুর্গন্ধে সহ্য না করতে পেরে বিক্ষোভ দেখাল চুঁচুড়াবাসী

Date:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার সাধারণ মানুষ। বেলাগাম করোনা সংক্রমণের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কোথাও শ্মশানে লাইনের পর লাইন দিয়ে মৃতদেহের স্তুপ। কোথাও আবার মৃতদেহ সৎকার করার লোকের অভাব। তাই শ্মশানঘাট বন্ধ । আর তার পাশেই উপচে পড়ছে একের পর এক মৃতদেহের স্তুপ। তাতেই দূর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। তাই সদর হাসপাতালের মর্গ আটক করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ইমামবাড় সদর হাসপাতালে।

করোনার জেরে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের চিত্রটাও একইরকম। সদর হাসপাতালে ইতিমধ্যেই দুটি মর্গ রয়েছে। এখানকার একটি মর্গ থেকে কোভিডে আক্রান্ত মৃতদের শ্যামবাবুর শ্মশানঘাটে দাহ করা হচ্ছিল। কিন্তু গত বুধবার থেকে যান্ত্রিক গোলযোগের কারণে শ্মশানঘাট বন্ধ। অন্যদিকে মৃতদেহের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি চুঁচুড়ার সদর মর্গেও জায়গার অভাব। যেখানে ৮ জন রোগী সর্বাধিক রাখা যায়, সেখানে বর্তমানে ৪০ টি রোগী রাখা হয়েছে।টানা কয়েকদিন মৃতদেহ পড়ে থাকায় তাতেও পচন ধরেছে। ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে এলাকাবাসীর। তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। শনিবার বিকেলে একজোট হয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ এসে মৃতদেহ সৎকারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেন তাঁরা।

আরও পড়ুন- ভয়াবহ করোনা পরিস্থিতি! একদিনে রাজ্যে মৃত্যু ছাড়িয়ে গেল একশোর গণ্ডি

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version