Sunday, November 9, 2025

ভোটে হেরে বাংলার মানুষকে তোপ বাবুলের, বিতর্ক বাড়তেই মুছলেন পোস্ট

Date:

সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও দলের নির্দেশে একুশের বিধানসভা ভোটে টালিগঞ্জ(Tollygunge) আসন থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও সেখানে তৃণমূল(TMC) প্রার্থী অরূপ বিশ্বাসের(Arup Biswas) কাছে ৫০ হাজার ভোটে হেরেছেন তিনি। অন্যদিকে সুর সপ্তমে তুলে ২০০ আসনের দাবি করা বিজেপি(BJP) আটকে গিয়েছে মাত্র ৭৮-এ। নিজের আসন তো বটেই দলের এই করুণ হারের পর বাংলার মানুষের উপর তেলেবেগুনে জ্বলে উঠলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা লিখে উগরে দিলেন ক্ষোভ। জানালেন, “বিজেপিকে সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করল।”

বাংলা তো বটেই, নিজের কেন্দ্র টালিগঞ্জ হার কার্যত নিশ্চিত হওয়ার পর বাংলার মানুষের উপর ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য, অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়েছে।‘

আরও পড়ুন:বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

এর পাশাপাশি তিনি আরো লেখেন, “তবে এটাও ঠিক যে একজন আইন অনুসরণকারী নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায়কে শুধু মেনে চলবো। এর বেশি কিছুই নয়।” তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এই পোস্টটি করার পর। প্রচুর মানুষ মন্তব্য করতে শুরু করেন। বাবুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে বহু মানুষকে। অনেকেই লিখেছেন, “উচ্ছিষ্ট নীতি পরায়ন দলবদলুদের ওপর নির্ভর করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাদের এই হাল হওয়াই উচিত ছিল।” বাংলার জনগণকে বিষোদাগার করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়। এর কিছুক্ষণপর পোস্টটি ডিলিট করে দেন বাবুল সুপ্রিয়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version