Thursday, August 21, 2025

ভোটে হেরে বাংলার মানুষকে তোপ বাবুলের, বিতর্ক বাড়তেই মুছলেন পোস্ট

Date:

সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও দলের নির্দেশে একুশের বিধানসভা ভোটে টালিগঞ্জ(Tollygunge) আসন থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও সেখানে তৃণমূল(TMC) প্রার্থী অরূপ বিশ্বাসের(Arup Biswas) কাছে ৫০ হাজার ভোটে হেরেছেন তিনি। অন্যদিকে সুর সপ্তমে তুলে ২০০ আসনের দাবি করা বিজেপি(BJP) আটকে গিয়েছে মাত্র ৭৮-এ। নিজের আসন তো বটেই দলের এই করুণ হারের পর বাংলার মানুষের উপর তেলেবেগুনে জ্বলে উঠলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা লিখে উগরে দিলেন ক্ষোভ। জানালেন, “বিজেপিকে সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করল।”

বাংলা তো বটেই, নিজের কেন্দ্র টালিগঞ্জ হার কার্যত নিশ্চিত হওয়ার পর বাংলার মানুষের উপর ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য, অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়েছে।‘

আরও পড়ুন:বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

এর পাশাপাশি তিনি আরো লেখেন, “তবে এটাও ঠিক যে একজন আইন অনুসরণকারী নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায়কে শুধু মেনে চলবো। এর বেশি কিছুই নয়।” তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এই পোস্টটি করার পর। প্রচুর মানুষ মন্তব্য করতে শুরু করেন। বাবুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে বহু মানুষকে। অনেকেই লিখেছেন, “উচ্ছিষ্ট নীতি পরায়ন দলবদলুদের ওপর নির্ভর করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাদের এই হাল হওয়াই উচিত ছিল।” বাংলার জনগণকে বিষোদাগার করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়। এর কিছুক্ষণপর পোস্টটি ডিলিট করে দেন বাবুল সুপ্রিয়।

Related articles

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...
Exit mobile version