Sunday, November 9, 2025

ভোটে হেরে বাংলার মানুষকে তোপ বাবুলের, বিতর্ক বাড়তেই মুছলেন পোস্ট

Date:

সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্বেও দলের নির্দেশে একুশের বিধানসভা ভোটে টালিগঞ্জ(Tollygunge) আসন থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও সেখানে তৃণমূল(TMC) প্রার্থী অরূপ বিশ্বাসের(Arup Biswas) কাছে ৫০ হাজার ভোটে হেরেছেন তিনি। অন্যদিকে সুর সপ্তমে তুলে ২০০ আসনের দাবি করা বিজেপি(BJP) আটকে গিয়েছে মাত্র ৭৮-এ। নিজের আসন তো বটেই দলের এই করুণ হারের পর বাংলার মানুষের উপর তেলেবেগুনে জ্বলে উঠলেন বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তা লিখে উগরে দিলেন ক্ষোভ। জানালেন, “বিজেপিকে সুযোগ না দিয়ে বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করল।”

বাংলা তো বটেই, নিজের কেন্দ্র টালিগঞ্জ হার কার্যত নিশ্চিত হওয়ার পর বাংলার মানুষের উপর ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাব না কিংবা বলব না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ, অযোগ্য, অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নির্মম এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়েছে।‘

আরও পড়ুন:বিপুল জয়েও কমিশনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা, সাংবিধানিক বেঞ্চে নালিশ জানাবে তৃণমূল

এর পাশাপাশি তিনি আরো লেখেন, “তবে এটাও ঠিক যে একজন আইন অনুসরণকারী নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায়কে শুধু মেনে চলবো। এর বেশি কিছুই নয়।” তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এই পোস্টটি করার পর। প্রচুর মানুষ মন্তব্য করতে শুরু করেন। বাবুলকে কটাক্ষ করতে দেখা গিয়েছে বহু মানুষকে। অনেকেই লিখেছেন, “উচ্ছিষ্ট নীতি পরায়ন দলবদলুদের ওপর নির্ভর করে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তাদের এই হাল হওয়াই উচিত ছিল।” বাংলার জনগণকে বিষোদাগার করে তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই তীব্র বিতর্ক শুরু হয়। এর কিছুক্ষণপর পোস্টটি ডিলিট করে দেন বাবুল সুপ্রিয়।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version