রবিবার আইপিএলের(Ipl) দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের(punjab kings) বিরুদ্ধে ৬ উইকেটে জিতল দিল্লি ক্যাপিটালস(delhi capitals)। শিখর ধাওয়ানের দুরন্ত ব্যাটিংয়ে ভর জয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল।

কাজে এল না ময়ঙ্ক আগরওয়ালের ৯৯ রান। রবিবার দিল্লির বিরুদ্ধে দুরন্ত রান করেও হারের মুখ দেখতে হল ময়ঙ্ক আগরওয়ালকে। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে পাঞ্জাব। দিল্লির হয়ে ৯৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ময়ঙ্ক। কেএল রাহুল অসুস্থ হওয়ায় এদিন দলকে নেতৃত্ব দেন ময়ঙ্ক। ১৩ রান করেন গেইল। ২৬ রান করেন মালান। দিল্লির হয়ে তিনটি উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন আভেশ খান, অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে ৬৯ রান করে অপরাজিত থাকেন গব্বর। ৩৯ রান করেন পৃথ্বী শাহ। ২৪ রান করেন স্টিভ স্মিথ। পন্থ করেন ১৪ রান। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন মেরেডিথ, ক্রিস জর্ডন এবং হরপ্রীত।

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে উচ্ছসিত বার্টলার

