Wednesday, November 5, 2025

বিজয়োল্লাসে বিধিভঙ্গ হলেই এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

করোনা পরিস্থিতিতে সংক্রমণের রাশ টানতে বিজয়োল্লাসে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এমনকি ফল বেরনোর পর জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে কমিশনের তরফে।  কিন্তু সেইসব বিধি নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে জয় উদযাপনের ছবি। বাংলাতেও সবুজ আবীর নিয়ে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।  তামিলনাড়ু, অসম, পুদুচেরি ও কেরালার চিত্রটাও ঠিক একইরকম। এমতাবস্থায় করোনা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন।  নির্বাচনের সাফ জানিয়েছে, জমায়েত দেখলেই এফআইআর করা হবে। পাশাপাশি  মুখ্যসচিবকে তারা জানিয়েছে, সংশ্লিষ্ট থানার ওসি-দের সাসপেন্ড করা হোক।

এদিন নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরন জানিয়েছেন,’জয়ের আনন্দ উৎযাপনের ছবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনায় এফআইআর করতে হবে। সাসপেন্ড করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি-কে। কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে কমিশনকে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অষ্টমদফার ভোটের ঠিক আগে করোনা বিধি মানার জন্য কিছু নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তখনই তারা বিজয় মিছিল বা উল্লাস করা যাবে না বলে জানিয়েছিল। কিন্তু সেই বিধিনিষেধ ভেঙ্গে ৫ রাজ্যেই ইতিমধ্য শুরু হয়েছে সেলিব্রেশন। আর তাতে রাশ টানতে এহেন কঠোর নির্দেশ দিল কমিশন। 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version