Monday, May 5, 2025

বড় সিদ্ধান্ত কেন্দ্রের: কোভিড চিকিৎসায় কাজ করবেন এমবিবিএস পড়ুয়া, মেডিক্যাল ইন্টার্নরা

Date:

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এর সঙ্গে স্নাতকোত্তর স্তরের ডাক্তারিতে ভর্তির পরীক্ষা দ্বিতীয় বারের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ৩১ অগাস্টের আগে এই পরীক্ষা হবে না তবে পরীক্ষার আগে কয়েকমাস সময় দেওয়া হবে।

 

করোনায় বিপর্যস্ত দেশ। হাসপাতালে যাতে কর্মীর সংকট না দেখা দেয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। মোদির দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের প্রয়োজনে কাজে লাগানো যাবে। টেলিফোনে করোনা আক্রান্তদের পরামর্শ দেওয়া কিংবা মৃদু উপসর্গ যুক্ত রোগীর চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাঁদের দেওয়া যেতে পারে। কিন্তু তাঁরা সিনিয়র ডাক্তারদের অধীনে থেকে কাজ করবেন।” একই সঙ্গে বিএসসি নার্সিং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ডিগ্রিধারীদেরও কোভিড চিকিৎসায় কাজে লাগানো যাবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-মর্মান্তিক! অক্সিজেনের অভাবে কর্ণাটকে মৃত ২৪, প্রশাসনকে দুষলেন রাহুল

কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে দেখা গিয়েছে অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে কর্মীদের সংখ্যা কমছে। এর জেরে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি যে সব ডাক্তার এবং নার্সরা কোভিড চিকিৎসায় ১০০ দিন কাজ করেছেন, তাঁদের প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিশেষ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version