Thursday, November 13, 2025

“আমি মিচকে শয়তান কিন্তু তোর মতো ধান্দাবাজ নয়”, রুদ্রনীলকে তুলোধনা ভাস্বরের

Date:

বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) রাজ্যজুড়ে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। আর হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে গোহারা বিজেপি (BJP) প্রার্থী তথা অভিনেতা (Actor) রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) আর বিজেপির এমন জোড়া বিপর্যয়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন টলিউড (Tollywood) অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। ১৪ বছরের জমানো ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

কিন্তু ঠিক কী হয়েছিল ১৪ বছর আগে?

২০০৭ সালে রুদ্রনীল ঘোষ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভাস্বর চট্টোপাধ্যায় “মিচকে শয়তান”! সেইদিন থেকে ধরে কথাটা মনে রেখেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই ১৪ বছরের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

সংবাদ মাধ্যমের কাছে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমারও এবার ১৪ বছরের বনবাস কাটল। নিজেকে ভীষণ হাল্কা লাগছে।’’ ১৪ বছর আগে দেবাংশু সেনগুপ্তের পরিচালনায় একটি টেলিফিল্ম ছাড়া তিনি রুদ্রনীলের সঙ্গে কোনও দিন কাজ করেননি ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘‘আমার সঙ্গে মাত্র একটি কাজ করেই রুদ্রনীল বুঝে গিয়েছিলেন আমি মিচকে শয়তান। সে কথা তিনি সংবামাধ্যমে ঢেঁড়া পিটিয়ে জানিয়েওছেন।’’ যদিও ভাস্বর বিষয়টি নিয়ে সে সময় মুখ খোলেননি। বিশ্বাস ছিল, বলার সময় তাঁরও একদিন আসবে।

ভবানীপুরে গো-হারা হারের পর সেই কাঙ্খিত দিনটি সামনে চলে আসে ভাস্বর চট্টোপাধ্যায়ের। রুদ্রনীলকে তিনি তোপ দেগে বলেন, “আমি আর যা-ই হই তোর মতো ধান্দাবাজ নই। তুই বড় মাপের অভিনেতা। কিন্তু জানিস তো, অভিনেতা হোস বা নেতা আগে ভাল মানুষ হতে হয়। ভাল মানুষ হয়ে ওঠ। দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে।”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version