Tuesday, December 30, 2025

পায়েল, শ্রাবন্তীর মতো ‘নগরীর নটীদের টিকিট কে দিয়েছিল?’ বিজেপি নেতৃত্বকে তোপ তথাগতর

Date:

Share post:

তথাগত রায়ের টুইটের ভাষা ঘিরে ফের উসকে উঠল বিতর্ক।
বেহিসেবি মন্তব্যে তার জুড়ি মেলা ভার । তবে এত দিন তথাগত মূলত মন্তব্য করতেন বিজেপি-বিরোধীদের প্রতি। কিন্তু নীলবাড়ির লড়াইয়ের গো-হারা হেরে সেই তথাগতই এ বার তীর ছুঁড়লেন দলীয় নেতৃত্বের দিকে। বিজেপির তারকা প্রার্থীদের একাংশকে নাম করে ‘নগরীর নটী’ বিশেষণ দেওয়া হোক বা দলীয় নেতৃত্বকে ‘প্রভু’ হিসেবে উল্লেখ করা— বাছা শব্দচয়নে শুধু কটাক্ষই নয়, বিজেপি নেতৃত্বকে প্রশ্নবাণেও বিদ্ধ করেছেন তিনি।
মঙ্গলবার বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত টুইট করেন। তিনি দলের তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই তিন প্রার্থীর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ, অরবিন্দ মেননের ভূমিকাকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি’? এর পর তিনি আর একটি টুইট করে আগের বক্তব্যে একটু সংশোধন করেন। সেখানে তিনি জানান, পার্নো নয় ওই নামটি তনুশ্রী চক্রবর্তী হবে।
তাঁর এসব প্রশ্নের মধ্যে যে কতটা শ্লেষ লুকিয়ে, তা বিজেপি শীর্ষ নেতৃত্বও নিশ্চয়ই বুঝতে পারছেন । তবে তারকা প্রার্থীদের ‘নগরীর নটী’ হিসেবে চিহ্নিত করা নিয়ে স্বভাবতই বিস্তর আপত্তি উঠেছে তারকামহলে। তৈরি হয়েছে বিতর্কও। তিনি দলীয় নেতৃত্বের উপর ব্যর্থতার দায় চাপাতে গিয়ে ফের আরেক বিতর্ক উসকে দিলেন।

Advt

spot_img

Related articles

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে...

এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই...

বেঙ্গল সুপার লিগ: ঘরের মাঠে সুন্দরবনকে হারাল নর্থবেঙ্গল, কোপা টাইগার্সের ড্র

বছর শেষে জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)।  মঙ্গলবার ছিল দুটি ম্যাচ।  প্রথম ম্যাচে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা...