Monday, November 3, 2025

শিলিগুড়ি কর্পোরেশনের পুর প্রশাসকের পদ থেকে অপসারিত হলেন অশোক ভট্টাচার্য। তাঁর জায়গায় নতুন পুর প্রশাসক পদে আনা হল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। আগামীকাল অর্থ্যাৎ শুক্রবার থেকেই নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন,” শুক্রবার সকালে প্রশাসনিক বোর্ডের দায়িত্বভার গ্রহণ করব। দায়িত্ব নেওয়ার পরই রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে শিলিগুড়ির মানুষকে পরিষেবা দেওয়া হবে আমার প্রধান কাজ।”
গৌতম দেবকে পুর প্রশাসক পদে রেখে চার সদস্যের নতুন পুরবোর্ড গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। নতুন প্রশাসনিক বোর্ডে মনোনীত হয়েছেন আরও তিন জন। তাঁদের মধ্যে একজন হলেন তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি তথা বিদায়ী বোর্ডের সদস্য রঞ্জন সরকার। বাকি দুজন হলেন অলোক চক্রবর্তী ও বিবেক বৈদ্য। এই বিষয়ে অশোক ভট্টাচার্য বলেন, “আমাকে রাজ্য সরকার কিছু জানায়নি। আমি হেরে গিয়েছি বলে আর প্রশাসকের পদে বসতে চাই না।” পাশাপাশি তিনি এটাও জানান, তাঁকে দায়িত্ব দেওয়া হলেও তিনি নেবেন না সে কথা ভোটে হারার পরেই জানিয়ে দিয়েছিলেন। এমনকী, আগামী দিনে তিনি আর কোনও ভোটে লড়বেন না বলেও এদিন জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, ‘নন্দীগ্রামে হারার পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ডাবগ্রাম-ফুলবাড়িতে হারার পরে শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক পদে গৌতমবাবুকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হতেই পারে । তবে এটা অনৈতিক’। সূত্রের খবর, শিলিগুড়ি পুরসভার পুর প্রশাসকের পদে গৌতম দেবকে বসিয়ে আগামীতে তাঁকেই মুখ হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। সব ঠিক থাকলে এবং কোভিড-১৯ জনিত পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী পুজোর পরেই শিলিগুড়ি পুরসভার ভোট হতে পারে।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version