Wednesday, November 5, 2025

ফেক নিউজ বা ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ

Date:

কোনও ফেক বা ভুয়ো খবর  রুখতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এই মর্মে কলকাতা পুলিশ ফোর্সের তরফে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। রাজ্যের যে কোনও প্রান্তে এবার থেকে কোনওরকম ভুয়ো খবর বা ফেক নিউজ  পেলেই সঙ্গে সঙ্গে মেল করা যাবে – cyberps@kolkatapolice.gov.in ঠিকানায়।এছাড়াও ফোন করতে পারেন, ০৩৩২২১৪৩০০০ ও ৯৮৩৬৫১৩০০০ এই দুটি নম্বরে। পুলিশ এইসব ভুয়ো তথ্য পেলেই তা তদন্ত করে দেখবেন এবং তথ্যের সত্যতা যাচাই করে এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।  সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের ভুয়ো তথ্য ও প্ররোচনামূলক বার্তা থেকে ভোট পরবর্তী হিংসা ও উত্তেজনা রুখতেই এই উদ্যোগ বলে কলকাতা পুলিশ ফোর্স সূত্রে জানা গেছে।

২১ এর বিধানসভা নির্বাচন শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্নরকম উস্কানিমূলক ও ভুয়ো খবরের রমরমা লক্ষ করা গিয়েছিল। কিন্তু তখন তা কোনওভাবে রোখা যায়নি।ভোট পরবর্তী সময়েও ভুয়ো খবর সামনে এসেছে।  বিশেষত অন্য দেশের বা অন্য রাজ্যের ঘটনা বাংলার ঘটনা বলে অনেকসময় ভাইরাল হতে দেখা গিয়েছে। আর এইনিয়ে একাধিক জেলায় গুজব ছড়িয়েছে। এমনকি ভোট পরবর্তী সময়ে জেলাগুলিতে সন্ত্রাস ছড়াতেও দেখা গিয়েছে। তাই অবিলম্বে এই ফেক নিউজ বা ভুয়ো খবর বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এতদিন যদিও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগটি এ সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। কিন্তু  ফেক নিউজের বাড়বাড়ন্তে অনেকসময়  কিছু খবর নজর এঁড়িয়ে গেছে।  কিন্তু সম্প্রতি বিষয়টি  অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এবিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ফোর্স। কেউ যাতে কোনও গুজব না ছড়াতে পারে তার দিকে নজর রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। শুধু তাই নয়  এবার থেকে এইধরণের কোনও খবর নজরে এলেই বিষয়টি সম্পর্কে একটি মেল বা ফোন করলেই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন কলকাতা পুলিশ কর্তৃপক্ষ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version