Thursday, August 28, 2025

মুখ্যমন্ত্রীর অনুরোধে অর্থমন্ত্রী থাকতে রাজি অমিত মিত্র, শপথ নিতে পারেন রবিবার

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছেন তিনি৷ রাজ্যের অর্থমন্ত্রী (Finance Minister, WB) হতে রাজি হয়েছেন অমিত মিত্র৷ মোটামুটি নিশ্চিত ২০১১, ২০১৬-র পর ২০২১ সালের মন্ত্রিসভাতে তিনিই হতে চলেছেন অর্থমন্ত্রী।

শারীরিক কারনে এ বারের বিধানসভা নির্বাচনে অমিত মিত্র (Amit Mitra) প্রতিদ্বন্দ্বিতা করেননি। জোর চর্চা চলছিলো, তাহলে এবার কে হবেন রাজ্যের অর্থমন্ত্রী! ওদিকে, অমিত মিত্রকেই অর্থমন্ত্রীর দায়িত্ব দেবেন বলে স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ তিনি নিজে কথা বলেন অমিতবাবুর সঙ্গে৷ শেষপর্যন্ত রাজিও করাতে পারেন৷ সূত্রের খবর, আগামী রবিবারই শপথ নিতে পারেন অমিত মিত্র৷ যেহেতু অমিত মিত্র একুশের নির্বাচনে দাঁড়াননি, তাই শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনা হবে তাঁকে, এমনই ঠিক হয়েছে৷

২০১১ থেকে ২০২১, টানা এক দশক বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অমিত মিত্র। অর্থের সংস্থান এবং খরচ সামলানোর ক্ষেত্রে তিনি কতখানি দক্ষ, গত ১০ বছরে বারবার তার প্রমান দিয়েছেন তিনি৷ তাই বিকল্প কোনও নাম না ভেবে অর্থমন্ত্রী পদে অমিত মিত্রের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত মিত্র ১০ বছর খড়দহ কেন্দ্রের বিধায়ক ছিলেন৷ এ বছর তিনি অসুস্থতার কারনে প্রার্থী হতেই রাজি হননি৷ ফলে ওখানকার পুর– প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল। কাজল সিনহা এবার ভোটে জিতেছেন ঠিকই, কিন্তু কোভিডের থাবা কেড়ে নিয়েছে তাঁকে৷ তাই খড়দহ কেন্দ্র এখন শূণ্য৷ শোনা যাচ্ছে, পুরোনো খড়দহ কেন্দ্রেই দলীয় প্রার্থী হতে পারেন অমিত মিত্র৷

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version