Sunday, December 21, 2025

ভোট-পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট, ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনওরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট বরদাস্ত করা হবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল সিআইডি(CID)। অভিযুক্ত ওই দু’জনই পড়ুয়া। এদের মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অর্ঘ্য সাহা এবং আকাশ মণ্ডল। অর্ঘ্যর বাড়ি সোনারপুরের নতুন পল্লী এলাকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের এই পড়ুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। অন্যদিকে, আকাশ দেগঙ্গার বাসিন্দা। এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এই যুবক বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সিআইডি। এরপর গ্রেফতার করা হয় ২ জনকেই।

আরও পড়ুন:চিকিৎসা না পেয়ে ঘরেই মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ভোট-পরবর্তী হিংসা ব্যাপকভাবে দেখা গিয়েছে রাজ্যে একাধিক জেলায়। বহু জায়গায় আক্রান্ত হয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বিজেপি ও সিপিআইএমেও। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বহু ক্ষেত্রেই পুরনো ভিডিও পোস্ট করে নানান জায়গায় হিংসা চলছে বলে গুজব ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। এমনকি ভোট-পরবর্তী হিংসায় মৃত বলে এমন এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে যিনি আদতে একজন সাংবাদিক এবং বহাল তবিয়তে জীবিত রয়েছেন। রাজ্যে হিংসা ছড়াতে এই ধরনের ভুয়ো পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামলো প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দুজনকে।

Advt

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...