Thursday, December 18, 2025

ভোট-পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট, ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনওরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট বরদাস্ত করা হবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল সিআইডি(CID)। অভিযুক্ত ওই দু’জনই পড়ুয়া। এদের মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অর্ঘ্য সাহা এবং আকাশ মণ্ডল। অর্ঘ্যর বাড়ি সোনারপুরের নতুন পল্লী এলাকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের এই পড়ুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। অন্যদিকে, আকাশ দেগঙ্গার বাসিন্দা। এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এই যুবক বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সিআইডি। এরপর গ্রেফতার করা হয় ২ জনকেই।

আরও পড়ুন:চিকিৎসা না পেয়ে ঘরেই মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ভোট-পরবর্তী হিংসা ব্যাপকভাবে দেখা গিয়েছে রাজ্যে একাধিক জেলায়। বহু জায়গায় আক্রান্ত হয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বিজেপি ও সিপিআইএমেও। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বহু ক্ষেত্রেই পুরনো ভিডিও পোস্ট করে নানান জায়গায় হিংসা চলছে বলে গুজব ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। এমনকি ভোট-পরবর্তী হিংসায় মৃত বলে এমন এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে যিনি আদতে একজন সাংবাদিক এবং বহাল তবিয়তে জীবিত রয়েছেন। রাজ্যে হিংসা ছড়াতে এই ধরনের ভুয়ো পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামলো প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দুজনকে।

Advt

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...