Thursday, August 21, 2025

ভোট-পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট, ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

Date:

ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনওরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট বরদাস্ত করা হবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল সিআইডি(CID)। অভিযুক্ত ওই দু’জনই পড়ুয়া। এদের মধ্যে একজন আবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, যে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অর্ঘ্য সাহা এবং আকাশ মণ্ডল। অর্ঘ্যর বাড়ি সোনারপুরের নতুন পল্লী এলাকায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের এই পড়ুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। অন্যদিকে, আকাশ দেগঙ্গার বাসিন্দা। এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এই যুবক বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সিআইডি। এরপর গ্রেফতার করা হয় ২ জনকেই।

আরও পড়ুন:চিকিৎসা না পেয়ে ঘরেই মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর ভোট-পরবর্তী হিংসা ব্যাপকভাবে দেখা গিয়েছে রাজ্যে একাধিক জেলায়। বহু জায়গায় আক্রান্ত হয়েছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা, আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বিজেপি ও সিপিআইএমেও। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বহু ক্ষেত্রেই পুরনো ভিডিও পোস্ট করে নানান জায়গায় হিংসা চলছে বলে গুজব ছড়াচ্ছে বিজেপি আইটি সেল। এমনকি ভোট-পরবর্তী হিংসায় মৃত বলে এমন এক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে যিনি আদতে একজন সাংবাদিক এবং বহাল তবিয়তে জীবিত রয়েছেন। রাজ্যে হিংসা ছড়াতে এই ধরনের ভুয়ো পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামলো প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দুজনকে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version