অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়, ভর্তি হাসপাতালে

অসুস্থ প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায়। আজ সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে তাঁকে।ইতিমধ্যে বর্ষীয়ান অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনার উপসর্গ থাকায় কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেত্রী।
শুক্রবার সকালে জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে যান অভিনেত্রী সন্ধ্যা রায়। কিন্তু শ্বাসকষ্ট থাকায় চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। করোনার রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে আইসোলেশনেই রাখা হবে বলে জানা গেছে। অভিনেত্রী করোনায় আক্রান্ত কি না, তা জেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর।
খুব কম বয়স থেকেই সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী সন্ধ্যা রায়। একের পর এক হিট ছবি করে মানুষের মনে জায়গা করে নেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য ফিল্মফেয়ার আওয়ার্ডও পান তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে জিতে মেদিনীপুরের সাংসদও হন সন্ধ্যা রায়। বর্ষীয়ান অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর অনুরাগীরা।