Saturday, November 8, 2025

সন্ত্রাসের অজুহাতে স্পিকার নির্বাচন বয়কট গণতন্ত্রের অপমান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

Date:

আগামিকাল, শনিবার নব গঠিত রাজ্য বিধানসভায় (Assembly House) স্পিকার নির্বাচন (Speaker Election)। রীতি মেনে যেখানে সব রাজনৈতিক দলের নির্বাচিত বিধায়কের (MLA) হাজির থাকেন। কিন্তু এবার স্পিকার নির্বাচন বয়কট করছে বিরোধী বিজেপি (BJP)। দলের পক্ষে সিদ্ধান্ত হয়েছে, গেরুয়া শিবিরের বিধায়কের এই নির্বাচন পর্বে অংশ নেবেন না। যদিও তাঁদের অংশ না নেওয়ার জন্য তৃতীয়বারের জন্য বারুইপুর পশ্চিমের (Baruipur West) বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নির্বাচিত হওয়ায় কোনও প্রভাব না।

এদিকে বিজেপির এমন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “স্পিকার নির্বাচনে বিজেপির অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত অসৌজন্যের নিদর্শন। শাসক-বিরোধী সকলের উপস্থিতিতেই স্পিকার নির্বাচন করা হয়। কারণ, স্পিকার হলেন বিধানসভার কাস্টোডিয়ান। তাই এরকম এক নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকুও বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না।”

প্রসঙ্গত, বিজেপির অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। অবিলম্বে সরকার ব্যবস্থা না নিলে বিজেপির কোনও বিধায়ক বিধানসভার কোনও অধিবেশনে আসবে না।

বিজেপির এমন বক্তব্যের পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, “এসবই বাহানা। অজুহাত। অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর হাতে তা প্রতিরোধ করেছেন। এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের পথ আটকানো যাবে না।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version