Sunday, August 24, 2025

তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন স্ট্যালিন

Date:

২ মে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তামিলনাড়ুর শাসকদল AIDMK ও তার জোট সঙ্গী বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে DMK। নির্বাচন জয়ের পর শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্ট্যালিন(MK Stalin)। করোনা পরিস্থিতিতে সম্পূর্ণ অনাড়ম্বরভাবে চেন্নাইয়ের(Chennai) রাজভবনে শপথ বাক্য পাঠ করেন স্ট্যালিন। রাজভবনে এদিন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।

পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে শুক্রবার সকালে সাদা শার্ট ও ধুতি পরিহিত স্ট্যালিনকে রাজভবনে ঢুকতে দেখা যায়। এরপর সমস্ত নিয়ম-নীতি মেনে তামিল ভাষায় শপথ বাক্য পাঠ করেন বর্ষীয়ান এই নেতা। স্ট্যালিনের পাশাপাশি রাজ্যপালের পৌরহিত্যে এদিন রাজভবনে ৩৩ জন মন্ত্রী ও শপথ বাক্য পাঠ করেছেন। এই নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ষষ্ঠবার সরকার গঠন করল ডিএমকে। জানা গিয়েছে শুক্রবার তামিলনাড়ু জল সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এস দুরাইমুরুগান। পুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে এন নেহেরু। উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে শপথ নেন কে পনমুদি। কৃষি মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গিয়েছে এম আর কে পন্নিরসেলভামকে।

আরও পড়ুন:বিরোধী দলনেতা : ওয়াক ওভার নয়, গোপন ব্যালটে ভোট চাইছে আদি বিজেপি

প্রসঙ্গত, জয়ললিতা ও করুণানিধিহীন এ বারের তামিলনাড়ু ভোটের দিকে নজর ছিল সবপক্ষেরই। এক দশক ধরে সেখানে ক্ষমতায় থাকা AIDMK-র হাত ধরে বিজেপি সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ১১৮ আসনের ধারেকাছেও পৌঁছতে পারেনি আম্মার দল। অন্যদিকে ডিএমকে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৩ টি আসনে জয়লাভ করে। কংগ্রেস পায় ১৮ টি আসন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version