Thursday, November 13, 2025

গোহারা হেরে রাজনীতি থেকে পাততাড়ি গুটিয়ে এবার শুটিংয়ে ফিরছেন রুদ্রনীল

Date:

একের পর এক রং পাল্টে শেষে গেরুয়া রং ধরেছিলেন রুদ্রনীল ঘোষ(rudranil Ghosh)। চ্যাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপি(BJP) যোগের পর প্রার্থী হয়েছিলেন ভবানীপুর বিধানসভা(Bhawanipur assembly) কেন্দ্র থেকে। তবে রং বদলাতে পারদর্শী এই অভিনেতাকে ভরসা করতে পারেননি ভবানীপুরের জনগণ। নির্বাচনী লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে নিজের চেনা রাস্তায় ফিরছেন রুদ্রনীল। তিনি জানিয়ে দিলেন, “এবার শুটিং ফ্লোরে ফিরব।”

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, ‘নির্বাচন খানিকটা দুর্গাপুজোর মত। এক একজন নিজেদের থিম অনুযায়ী মণ্ডপ সাজান। পুজোর প্রচার করেন। প্রতিযোগীতাও চলে। কেউ প্রথম হয়.. কেউ দ্বিতীয়। প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে আবার সবাই নিজের কাজে ফেরে। আমিও যেমন এবার শ্যুটিং ফ্লোরে ফিরব।’ প্রসঙ্গত, বিজেপিতে যোগদান ও ভবানীপুরের প্রার্থী হওয়ার পর একাধিক সংবাদ মাধ্যমে রুদ্রনীলের দাবি ছিল এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে পরাজিত করবেন তিনি। কারণ হিসেবে তিনি তুলে ধরেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ বিরক্ত। যদিও নির্বাচনের পর ফলাফল বের হতে দেখা যায়। শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন রুদ্রনীল। সংখ্যাটা প্রায় ২৯ হাজার ভোট। অতঃপর রাজনীতির এবড়োখেবড়ো পথ সরিয়ে এবার চেনা রাস্তায় হাঁটার প্রস্তুতি নিয়ে নিলেন রুদ্রনীল।

আরও পড়ুন:মুখ পুড়ল কেন্দ্রের, অক্সিজেনের সমস্যা মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

এদিকে নির্বাচনী হারের পর দলীয় কোন্দলে তপ্ত হয়ে উঠেছে গেরুয়া শিবির। হারের দায় দিলীপ কৈলাসদের উপর চাপিয়ে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। হারের জেরে দলের অন্দরে যখন ক্ষোভ-বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিপুল পরাজয়ের জেরে গেরুয়া শিবির যখন রীতিমতো উত্তাল তখন বিজেপি থেকে নিজেকে কার্যত সুইচ অফ করে চুপিসারে নিজের চেনা ময়দানে ফিরে এলেন রুদ্রনীলের মতো তারকারা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version