Monday, May 12, 2025

পাঁচ রাজ্যেই ভরাডুবি, ফের প্রশ্নের মুখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব

Date:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটে দলের ভরাডুবির জেরে ফের কংগ্রেসের অন্দরে দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে৷

শুধু বাংলায় নয়, সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের নির্বাচনেই খুব খারাপ ফল করেছে কংগ্রেস। বাংলায় কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস (Congress)৷ পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য পায়নি। এই ফলের পরই সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পতনের দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তদানীন্তন সভাপতি রাহুল গান্ধী (RahulGandhi)। এরপর কার্যত বাধ্য হয়ে দলের ভার কাঁধে তুলে নেন UPA চেয়ারপার্সন অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই মুহুর্তে তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রয়েছেন। এদিকে আগামী জুন মাসে সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে। সাম্প্রতিক এই ফলাফলের পর ফের দলের নির্বাচিত সভাপতির দাবি উঠেছে৷ বেশ কিছুদিন ধরেই এআইসিসি’র একাধিক শীর্ষ নেতা দলের সভাপতি পদে নির্বাচনের দাবি জানিয়ে চলেছেন৷ কোনওক্রমে সেই দাবি ঠেকাতে জুন মাসে দলীয় নির্বাচনের কথা ঘোষণা করা হয়৷ দলের একাংশ রাহুল গান্ধীকে ফের দলের সভাপতি হিসেবে চাইছে। কিন্তু রাহুল এখনও পর্যন্ত রাজি হননি৷

এদিকে, কী কারণে à§« রাজ্যেই এই লজ্জাজনক ফল হলো, তা খতিয়ে দেখতে আগামী ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কেন দল একটিও আসন পেল না, তা নিয়ে ওই বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে৷ দলের এমন পরাজয় প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, “পাঁচ রাজ্যে আমাদের দলের ফল খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।” কংগ্রেসের সংসদীয় দলের এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তিনিএ কথা বলেছেন৷ একইসঙ্গে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi ) নিশানা করেছেন সোনিয়া গান্ধী। মোদিকে কটাক্ষ করে সোনিয়া গান্ধী বলেছেন, “এই সরকারের আমলে দেশ ডুবছে৷ করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যাঁর দূরদর্শিতা রয়েছে৷”

Related articles

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...
Exit mobile version