Wednesday, August 27, 2025

রিপোর্ট নেগেটিভ, কিন্তু উপসর্গ স্পষ্ট হলেই রোগীকে কোভিড ওয়ার্ডে ভর্তি নিতে হবে, নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

করোনা টেস্টের ( coronavirus test)রিপোর্ট নেগেটিভ। কিন্তু শরীরে উপসর্গ স্পষ্ট। এমন রোগীকে আর ফিরিয়ে দেওয়া চলবে না ভর্তি নিতে হবে হাসপাতালের কোভিড ওয়ার্ডে (covid ward)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিবার এমনই নয়া নির্দেশিকা জারি করেছে। দেশজুড়ে এমন বহু রোগী হয়রানির শিকার হচ্ছেন, যাদের কোভিড রিপোর্ট স্পষ্ট নয় কিন্তু শরীরে করোনা সংক্রমনের সমস্ত উপসর্গ স্পষ্ট। চিকিৎসকদের মতে এসব রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না হলে তাদের থেকে আরও বহু মানুষ সংক্রমিত হতে পারেন। যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এবার কোভিড রোগীর ভর্তির ক্ষেত্রে নীতি বদল করল স্বাস্থ্যমন্ত্রক। রিপোর্ট নেগেটিভ হলেও এবার থেকে কোভিড হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না।

বর্তমান পরিস্থিতির নিরিখে রোগীর ভর্তির নীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য বদল আনল স্বাস্থ্য মন্ত্রক। শনিবারই সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, কোনও অজুহাতেই রোগীকে ফেরানো যাবে না।’ প্রতিটি রাজ্য সরকারকেও এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। অসুস্থ রোগীর চিকিৎসা যাতে দ্রুত হয়, সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। করোনার চিকিৎসা হয় এমন হাসপাতালে ভর্তির জন্য কোভিড টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক নয়। করোনা সন্দেহ করা হলে, সেই রোগীকে সাসপেক্ট ওয়ার্ডে রাখতে হবে। প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন সবই দিতে হবে । রোগী অন্য শহরের বাসিন্দা হলেও তাঁকে ভর্তি করাতে হবে। যে শহরে হাসপাতাল অবস্থিত সেই শহরের বাসিন্দা হওয়ার কোনও সরকারি প্রমাণপত্র না দিতে পারলেও রোগীকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে ফেরানো যাবে না।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version