Saturday, May 17, 2025

পঞ্চায়েত ভোটে গেরুয়া ফিকে হতেই বেলাগাম হিংসা যোগীরাজ্যে, মৃত ৬, আহত বহু

Date:

বঙ্গে ভোট-পরবর্তী হিংসাকে(post poll violation) হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। জাতীয় মঞ্চে সদ্য ক্ষমতায় আসা তৃণমূল সরকারকে অপদস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে ফেক ভিডিও(fake video)। অথচ ভোট-পরবর্তী হিংসায় খোদ গেরুয়া শিবিরের “পোস্টার বয়” যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। পঞ্চায়েত নির্বাচন(Panchayat election) শেষ হতেই উত্তরপ্রদেশের শুরু হয়েছে বেলাগাম হিংসা। বেছে বেছে নিশানা করা হচ্ছে বিরোধীদের। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে এই হিংসার বলি হয়েছেন ৬ জন, আহত বহু রাজনৈতিক কর্মী। গোটা ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষে বিঁধেছেন মায়াবতী, অখিলেশ যাদবের মত বিরোধী নেতৃত্বরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। এরপরই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধীদের জয়ী’ এলাকা গোরক্ষপুর, দেওরিয়া, আজমগড়, জৈনপুর। বিরোধী দলের বহু জয়ী প্রতিনিধিকে মারধোর করা হচ্ছে বলে অভিযোগ। বাদ যাচ্ছে না তাদের পরিবার। ঘটনার জেরে এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় à§­ লক্ষ ২৮ হাজার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে। বেলাগাম পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছেন মায়াবতী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন:৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন হচ্ছে, কিন্তু ৩০ হাজার কোটি দিয়ে ভ্যাকসিন কিনবে না : মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছড়ানো হচ্ছে শয়ে শয়ে ভুয়ো ছবি ও ভিডিও। খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে রাজনৈতিক হিংসার যে ভিডিও বিজেপি প্রকাশ করে সেখানেও দেখানো হয়েছে ভুয়ো ছবি। বাংলায় ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করছে গেরুয়া বাহিনী। হিংসা না থামলে কোনও বিধায়ক বিধানসভা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বাংলাকে হাতিয়ার করে জাতীয় মঞ্চে যখন কেন্দ্রীয় নেতারা মেতে উঠেছে ঠিক তখনই ভয়াবহ রাজনৈতিক হিংসায় তেতে উঠল যোগীর রাজ্য উত্তর প্রদেশ। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এ প্রসঙ্গে ‘টু শব্দ’টি করতে নারাজ।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version